#বেঙ্গালুরু: দিল্লির কাছে সব বিভাগে হার। সেটা ভুলে এবার সামনে বিরাটের আরসিবি। বেঙ্গালুরুতে আজ আরসিবির বিরুদ্ধে ফিরতি ম্যাচে নামছে নাইটরা। কোটলায় টপ অর্ডার ব্যর্থ। বোলিংয়ে গুচ্ছ গুচ্ছ রান। নাইট বোলিংয়ের বিরুদ্ধে এবারের আইপিএলে উঠেছে সবচেয়ে বেশি রান। ৭টা ম্যাচ খেলে ৪টে হার। তিন ম্যাচ জিতে সংগ্রহে মাত্র ৬ পয়েন্ট কার্তিকদের ৷
পরিস্থিতি যা তাতে বাকি ম্যাচগুলোয় এখন জয় ছাড়া অন্য কোনও বিকল্প নেই নাইটদের। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২০০-র বেশি রান তুলেও হার। বোলারদের দুষেছিলেন কোচ কোহলি। তাই বোলারদের ফর্মও চিন্তা বাড়াচ্ছে আরসিবি ম্যানেজমেন্টের।
এই ম্যাচটা আবার পুরনো নাইটদের ‘রিইউনিয়ন’। ওকস, গ্র্যান্ডহোম, উমেশরা এবার আরসিবিতে। কোনও দলই স্টেডিয়ামের পথ মাড়ায়নি। দিল্লির বিরুদ্ধে ভয়াবহ হারের পর পরিবর্তন হতে পারে নাইটদের বোলিংয়ে। বাদ পড়তে পারেন মাভি। এরই মধ্যে সাংবাদিক বৈঠকে চাহালের মন্তব্য, লড়াইটা আসলে দু’দলের স্পিনিং শক্তির।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dinesh Karthik, IPL 2018, Kkr, Kolkata Knight Riders, Match Preview, RCB