রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ১৭৫/৪ কলকাতা নাইট রাইডার্স- ১৭৬/৪ ( ১৯.১ ওভার) ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী কেকেআর
#বেঙ্গালুরু: ঘরের মাঠে আরও একটা হার হজম ৷ সেইসঙ্গে আইপিএলের প্লে অফে ওঠার রাস্তাও আরও কঠিন করে ফেলা ৷ স্বভাবতই অস্বস্তিতে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির ৷ পরিস্থিতি যা, এখন তাতে বাকি সাতটা ম্যাচের মধ্যে ৬টা ম্যাচেই জিততে হবে বিরাটদের ৷ কাজটা অসম্ভব না হলেও যথেষ্ট কঠিন ৷ রবিবার নাইটদের বিরুদ্ধে ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই সেভাবে দাগ কাটতে পারেননি আরসিবি-র ক্রিকেটাররা ৷
আরও পড়ুন-IPL 2018, RCB vs KKR: আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে ফের লড়াইয়ে ফিরল কেকেআর
অবস্থার দ্রুত বদল না ঘটলে এবছরও যে আরসিবি-র হাতে ট্রফি ওঠার কোনও সম্ভাবনা নেই ৷ সেটা বিলক্ষণ জানেন অধিনায়ক বিরাট ৷ তাই ম্যাচ হারার পর দলের ক্রিকেটারদের কাছে তাঁর বার্তা, ‘‘ মানসিকতা, পারফরম্যান্সে আমূল বদল আনতে হবে। না হলে জয়ে ফেরা সম্ভব হবে না।’’ কোহলি আরও জানান, ‘‘ ১৭৫ তুলে না জেতার কারণ নেই। আমরা আজ যা ফিল্ডিং করেছি, তাতে আজ জেতার কথাই নয়। আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আরও ছ’টা ম্যাচ জিততেই হবে। এখন আমাদের সব ম্যাচই সেমিফাইনাল। ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2018, Kkr, Kolkata Knight Riders, RCB, Royal Challengers Bangalore