ধোনিদের বিরুদ্ধে ‘গোলাপি’ জার্সি পরে খেলতে নামবেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা
Last Updated:
শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস ৷
#জয়পুর: শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস ৷ এই ম্যাচে গোলাপী রংয়ের জার্সি পরে খেলতে নামবেন রাহানেরা ৷ কিংস ইলেভেনকে ঘরের মাঠে হারিয়ে আপাতত প্লে অফে ওঠার দৌড়ে এগিয়েছে রাজস্থান রয়্যালস ৷ ফলে স্বভাবতই চনমনে দেখাচ্ছে রাহানেদের ৷ কিন্তু হঠাৎ টুর্নামেন্টের মাঝপথে গোলাপি জার্সি পরার সিদ্ধান্ত কেন রাজস্থান রয়্যালসের ? এর পিছনে কি কাজ করছে কোনও তুকতাক ? না রয়েছে অন্য কারণ ?
টিম সূত্রে খবর, রাজস্থানের মানুষজনের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই জার্সির রং বদলাচ্ছে রয়্যালস টিম। এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই এগিয়ে এসেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। ক্যানসার সচেতনতা বাড়াতে অজিঙ্কা রাহানের দল শুধুমাত্র শুক্রবারের ম্যাচ গোলাপি জার্সি পরে খেলতে নামবে ৷ দলের পিঙ্ক জার্সি নিয়ে রাহানে বলেন, ‘‘ক্রিকেটার হিসেবে আমরা খুবই ছোট পদক্ষেপ নিলাম ৷ কিন্তু ক্যানসার মুক্ত সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’’
advertisement
advertisement
ক্যানসার সচেতনতায় এর আগেও ম্যাকগ্রা ফাউন্ডেশনের উদ্যোগে অস্ট্রেলিয়ায় ‘পিঙ্ক টেস্ট’ হয়েছে ৷ যেখানে গোলাপি টুপি পরে ক্রিকেটারদের খেলতে নামতে দেখা গিয়েছে ৷ এবার আইপিএলের আসরেও একইরকম উদ্যোগ নিল শিল্পা শেট্টির রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ৷
Special jersey for our battle with @ChennaiIPL against Cancer! ⚡️ What's our new jersey all about? PINK - Breast Cancer BURGUNDY - Oral Cancer TEAL - Cervical Cancer Let's show our support and get #CancerOut!#JazbaJeetKa #HallaBol #VIVOIPL #Yellove pic.twitter.com/TbPM0benlo
— Rajasthan Royals (@rajasthanroyals) May 9, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2018 3:16 PM IST