আজ ওয়াংখেড়েতে মরণ-বাঁচনের ম্যাচে নামছে মুম্বই, জিততে মরিয়া অশ্বিনরাও

Last Updated:

আইপিএলের শেষ সপ্তাহ এখন জমজমাট ৷

#মুম্বই: আইপিএলের শেষ সপ্তাহ এখন জমজমাট ৷ হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস বাদে এখনও প্লে অফ নিশ্চিত হয়নি কোনও দলেরই ৷ শেষ দুই জায়গার জন্য লড়াইয়ে এখন পাঁচটি দল ৷ দিল্লি বাদে সব দলের কাছেই এখন প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে ৷ যদিও বিরাটের আরসিবি-র কাছে অঙ্কটা কিছুটা কঠিন ৷ বাকী সব ম্যাচ জিতে নেট রান রেট বাড়িয়ে রাখাই এখন লক্ষ্য ব্যাঙ্গালোরের ৷ আজ ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব ৷ যে দল এই ম্যাচ হারবে প্লে অফের দৌড় থেকে তারা ছিটকে যাবে ৷
কিংস ইলেভেন বাকীদের থেকে এক ম্যাচ কম খেললেও নেট রান রেট খুব একটা ভাল নয় প্রীতি জিন্টার দলের ৷ সেক্ষেত্রে আজকের ম্যাচ হারলে সমস্যায় পড়বে তারাও ৷ মুম্বই এবং পঞ্জাব দু’দলই আগের ম্যাচ হেরেছে ৷ তাই আজকে জয় ছাড়া আর কোনও বিকল্প নেই দু’দলের কাছেই ৷
advertisement
advertisement
ইনদওরে বিরাট কোহালিদের বিরুদ্ধে লজ্জাজনক ভাবে হেরেছে পঞ্জাব। ৮৮ রানে অল আউট হন অশ্বিনরা। এই অবস্থায় দলের ব্যাটিং বিপর্যয়ই উদ্বেগের মূল কারণ পঞ্জাব অধিনায়কের। অশ্বিন বলেছেন, ‘‘ব্যাটসম্যানদের ব্যর্থতাই আমাদের দলকে পিছিয়ে দিচ্ছে। আমরা হয়তো সেরা দলগুলোর মধ্যে পড়ি না। তবে সত্যি কথা বলতে আমাদের থেকে যা প্রত্যাশা করা হয়েছে, তার থেকে অনেকটাই ভাল খেলেছি।’’
advertisement
DdPFAbDVMAIrgNH
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আজ ওয়াংখেড়েতে মরণ-বাঁচনের ম্যাচে নামছে মুম্বই, জিততে মরিয়া অশ্বিনরাও
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement