লড়াই করেও ২৪৬ রানের টার্গেট তাড়া করতে ব্যর্থ কিংস ইলেভেন পঞ্জাব ৷ অশ্বিনরা শেষপর্যন্ত থামলেন ৮ উইকেটে ২১৪ রানে ৷ ৩১ রানে জিতে ফের প্লে অফে ওঠার লড়াইয়ে ফিরল টিম কেকেআর ৷ এদিন নাইটদের হয়ে বল হাতে সফল অ্যান্দ্রে রাসেল ৷ ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন ২ উইকেট ৷ এই জয়ের ফলে লিগ টেবলে চার নম্বরে উঠে এল কার্তিকরা ৷
শেষ ওভারে আউট কিংস অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন ৷ ৪৫ রান করে আউট হলেন তিনি ৷
২০০ রান সম্পূ্র্ণ কিংস ইলেভেনের ৷ ম্যাচ জিততে প্রয়োজন ৬ বলে ৩৭ রান
১৮ ওভার শেষে কিংস ইলেভেনের রান ১৯০/৬
জয়ের পথে কেকেআর ৷ কিংস ইলেভেনকে ম্যাচ জিততে প্রয়োজন ১৪ বলে ৬০ রান
১৭ ওভার শেষে কিংস ইলেভেনের স্কোর- ১৮১/৬
ম্যাচ জিততে পঞ্জাবের প্রয়োজন ২৯ বলে ৯০ রান
#ইনদওর: মাইক হর্নের দেখানো পথে নাইটরা। ইনদওরে টিম বন্ডিং সেশন। কার্তিক, লিন, উথাপ্পাদের কিংস বধের শপথ। আপাতত টার্গেট ম্যাচ বাই ম্যাচ। টিম সূত্রে খবর, চোট সারিয়ে ফিট শুভমান গিল এবং শিবম মাভি। ইডেনে গেইল-রাহুল ঝড়ে হারতে হয়েছিল। ইনদওরে আজ গেইল-রাহুলদের দ্রুত ফেরাতে ভরসা নারিন, কুলদীপ। শেষ ম্যাচে হেরে কিছুটা ছন্দপতন ঘটেছে পঞ্জাবের। তবে শাহরুখের যোদ্ধাদের হারিয়েই প্লে-অফ নিশ্চিত করতে চায় প্রীতির কিংস।
Stay tuned with Siddhartha Sarkar for match LIVE updates