IPL 2018 Opening Ceremony: হৃত্বিক-জ্যাকলিনদের সোয়্যাগে মাত ওয়াংখেড়ে

Last Updated:

অপেক্ষার অবসান ৷ দেখতে দেখতে চলে এল আরও একটা আইপিএল ৷

#মুম্বই: অপেক্ষার অবসান ৷ দেখতে দেখতে চলে এল আরও একটা আইপিএল ৷ এবছর টুর্নামেন্টের এটি একাদশতম বছর ৷ আজ, শনিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টুর্নামেন্ট ৷ রাত ৮টা থেকে ম্যাচ শুরুর আগে অবশ্য প্রতিবছরের মতোই ছিল জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান ৷ যেখানে ‘ধুম মাচা’তে দেখা গেল হৃত্বিক রোশন , জ্যাকলিন ফার্নান্ডেজ, তামান্নাদের মতো তারকাদের ৷ অনুষ্ঠানের মহড়া দেখেই বোঝা গিয়েছিল কতটা দুরন্ত হতে চলেছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ৷ বাস্তবেও তেমনটাই হল ৷ এবছর আর আট দলের অধিনায়করা নন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এবং চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷
দু’বছরের নির্বাসন কাটিয়ে এবছর ফের আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ৷ যে দলের ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হলুদ জার্সিরা আজ কতটা ঝড় তুলবে সেটাই দেখার বিষয় ৷ যদিও প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাইছে দু’দল ৷ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে ৷ দেখা যাবে অনলাইনে লাইভ স্ট্রিমিংও ৷
advertisement
LIVE updates: Siddhartha Sarkar
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2018 Opening Ceremony: হৃত্বিক-জ্যাকলিনদের সোয়্যাগে মাত ওয়াংখেড়ে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement