#কলকাতা: শনিবার ওয়াংখেড়েতে একাদশতম আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছিল ৷ উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্ট দারুণভাবে শুরু করেছে ধোনির চেন্নাই ৷ আজ মাঠে নামছে কেকেআর ৷ নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের নেতৃত্বে নাইটরা আজ ঘরের মাঠে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বিরাটের আরসিবি-র মুখোমুখি ৷ নাইটদের নতুন সংসারের হাল নিজের চোখে দেখতে রবিবার ইডেনে উপস্থিত থাকতে পারেন ‘বাদশা’ শাহরুখ খানও। মালিকের উৎসাহ পাওয়ার দিকে তাকিয়ে রয়েছেন দলের ক্রিকেটারেরা।
Stay tuned with Akash Misra for more LIVE updates