#কলকাতা: ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। আজ, শনিবার অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ হায়দরাবাদ। প্লে-অফ নিশ্চিত করতে উইলিয়ামসনদের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না নাইট শিবির।
ধাওয়ানদের আজ হারাতে পারলেই প্লে-অফের টিকিট কনফার্ম কার্তিকদের। তবে হারলে সাপ-লুডোর কঠিন অঙ্কে পড়ে যাবে কিং খানের দল।
অন্যদিকে রানরেটের বিচারে এগিয়ে মুম্বই, আরসিবি। দুই দলই শেষ ম্যাচ জিতলে জয় ছাড়া প্লে অফের সুযোগ থাকবে না কার্তিকদের। তবে শেষ দুই ম্যাচে জিতে চনমনে কেকেআর। উইলিয়ামসনের ফর্ম ছাড়াও ৩ পুরনো নাইট যোদ্ধাই কালিসদের কাঁটা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kkr, Kolkata Knight Riders, Preview, SRH, Sunrisers Hyderabad