প্লে অফে কোনও রিজার্ভ ডে নেই, ইডেনে আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে ?

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কোয়ালিফায়ার বা এলিমিনেটরের জন্য কোনও রিজার্ভ ডে নেই ৷

  • Share this:

    #কলকাতা: ইডেনে আজকে ক্রিস লিন ঝড় তুলবেন, না কী অ্যান্দ্রে রাসেল ৷ এই আশায় এখন বুক বাঁধছেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা ৷ কিন্তু এর মধ্যেই আবার কলকাতার আবহাওয়া চিন্তায় রাখবে ক্রিকেটপ্রেমীদের ৷ মঙ্গলবার কালবৈশাখীর জেরে ইডেনে প্র্যাকটিস ভেস্তে গিয়েছে দু’দলেরই ৷ আজও সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে ৷

    ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও কোয়ালিফায়ার বা এলিমিনেটরের জন্য কোনও রিজার্ভ ডে নেই ৷ আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে ? এই প্রশ্ন এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে ৷ আইপিএলের প্লে অফের ম্যাচগুলি এমনিতেই এক ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে ৷ এর ফলে বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে দেরি হলেও পরের দিকে অতিরিক্ত আরও সময় পাওয়া যাবে ৷ অর্থাৎ ম্যাচ শুরুর কাট-অফ টাইম বাড়বে ৷ প্লে অফের ম্যাচগুলির জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় নির্ধারিত করা হয়েছে ৷ আজ রাত ১০.১০ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে গেলে কোনও ওভার কাটা হবে না ৷ প্রথম ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি নামলে দেখতে হবে পরে ব্যাট করা টিম যাতে নূন্যতম ৫.১ ওভার ব্যাট করার সুযোগ পায় ৷ কারণ তাহলেই ডাকওয়ার্থ লুইসে ম্যাচের রেজাল্ট নির্ধারণ হবে ৷

    আরও পড়ুন- বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআরের অনুশীলন, বুধবার আবহাওয়ার কী পূর্বাভাস ?

    আইপিএলের নিয়মানুযায়ী যদি প্রথম থেকেই বৃষ্টি হয় তাহলে বৃষ্টি সময়ের মধ্যে থামলে সর্বনিম্ন ৫ ওভারের ম্যাচ করা যেতেই পারে ৷ তাতেও না হলে রয়েছে সুপার ওভার ৷ কিন্তু এক বলও যদি আজ খেলা সম্ভব না হয় ৷ তাহলে কী হবে ? এক্ষেত্রে অবশ্য নাইটদের জন্যই সুখবর রয়েছে ৷ কারণ লিগ টেবলে তিন নম্বরে শেষ করায় রাজস্থানকে টপকে শুক্রবার কার্তিকরাই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন ৷

    First published:

    Tags: Eden Gardens, IPL 2018, Kkr, Kolkata Knight Riders, Kolkata Rain, Play Offs, Rain Forecast, Rajasthan Royals, Weather Forecast