পঞ্জাব ম্যাচ হারলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মালকিন প্রীতি জিন্টার ভিডিও ! দেখে নিন
Last Updated:
হারের পর অবশ্য টুইটও করেন প্রীতি। সেখানে তিনি বাকি চার দলকে শুভেচ্ছাও জানান।
#পুণে: ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে খুব কমজনই আছেন ৷ যাঁরা প্রত্যেক ম্যাচে মাঠে আসেন নিজের টিমকে উৎসাহ দিতে ৷ কিন্তু কিংস ইলেভেন পঞ্জাব দলের সবচেয়ে বড় চিয়ারলিডার হলেন টিম মালকিন প্রীতি জিন্টা নিজেই ৷ হোম মাচ হোক কিংবা অ্যাওয়ে, দলকে উৎসাহ দিতে সবসময়েই মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রীতিকে ৷
রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগেই একটা ভাল খবর পেয়ে গিয়েছিলেন কিংস ইলেভেন মালকিন প্রীতি জিন্টা ৷ সেটা হল দিল্লির কাছে মুম্বই ইন্ডিয়ান্সের হার ৷ এর ফলে প্লে অফে উঠতে হলে ম্যাচ বড় ব্যবধানে জিততে হত পঞ্জাবকে ৷ শেষপর্যন্ত অবশ্য সেটা করে উঠতে পারেননি অশ্বিনরা ৷ ধোনিদের কাছে হেরে এবারের আইপিএলে বিদায় নিয়েছে কিংস ইলেভেন ৷ কিন্তু ম্যাচ শুরু হওয়ার সময়েই প্রীতির একটা ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ সেটা হল পঞ্জাবের এক কর্তাকে প্রীতি বলছেন ‘‘ মুম্বই হেরে যাওয়ায় আমি খুব খুশি।’’ সেই খুশি অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কিংস ইলেভেন পঞ্জাব মালকিন ৷ মুম্বইয়ের মতো তারাও ম্যাচ হেরে ছিটকে যায় আইপিএল থেকে ৷
advertisement
Preity Zinta : "I'm just very happy that Mumbai is knocked out...very happy" ...well few hours later Kings XI are also knocked out... #cskvkxip #KXIP #MumbaiIndians pic.twitter.com/Uyc4DsK5W3
— Superstar Prince MB (@supersampangi) May 20, 2018
advertisement
হারের পর অবশ্য টুইটও করেন হতাশ প্রীতি। সেখানে তিনি প্লে অফে কোয়ালিফাই করা চার দলকে শুভেচ্ছা জানান।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2018 5:34 PM IST