আইপিএলের মেগাফাইনালে চেন্নাই ও হায়দরাবাদ দলে সম্ভাব্য পরিবর্তন কী হতে পারে ?
Last Updated:
রবিবার আইপিএলের মেগা ফাইনাল। ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স।
#মুম্বই: রবিবার আইপিএলের মেগা ফাইনাল। ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হারলেও ইডেনে কেকেআর বধ করে আবার পুরনো শত্রুর সামনে হায়দরাবাদ।
রশিদের ফর্মে দ্বিতীয়বার আইপিএল জয়ের স্বপ্নে মশগুল হায়দরাবাদ। উল্টো দিকে সাত বার ফাইনালে ওঠা ধোনির চেন্নাই সুপার কিংস। দু’বছরের নির্বাসন কাটিয়ে ফিরে আবার পুরনো ফর্মে ‘ইয়েলো ব্রিগেড’। ধোনির চেন্নাই এবারের আইপিএলে বেশ কয়েকবার বড় রান তাড়া করেছে। আর উইলিয়ামসনের হায়দরাবাদ বেশ কয়েকটি ম্যাচ দেড়শোর কম রান পুঁজি করে জিতেছে।
advertisement
advertisement
চেন্নাই দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে খলিল আহমেদকে বসিয়ে সন্দীপ শর্মাকে ফেরাতে পারে হায়দরাবাদ। খেলানো হতে পারে মিডিয়াম পেসার বাসিল থাম্পিকেও ৷ এর পাশাপাশি ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অফ ফর্মে থাকা হরভজনকেও বসানোর কথা ভাবতে পারে সিএসকে শিবির ৷ ভাজ্জির বদলে লেগ স্পিনার করণ শর্মাকে চেন্নাইয়ের প্রথম একাদশে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না ৷ আজ, রবিবার চেন্নাইয়ের ব্যাটিং বনাম হায়দরাবাদের বোলিংয়ের লড়াই দেখতে তাতছে মুম্বই।
advertisement
ফাইনালে সিএসকে-র সম্ভাব্য প্রথম একাদশ: শেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিডি
ফাইনালে সানরাইজার্সের সম্ভাব্য প্রথম একাদশ: ঋদ্ধিমান সাহা, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, দীপক হুডা, ইউসুফ পাঠান, কার্লোস ব্রেথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, বাসিল থাম্পি/সন্দীপ শর্মা
advertisement
It was a bit emotional at the start, but once tournament starts you have to be professional than emotional. @ChennaiIPL fans have waited and wanted us to do well. @msdhoni #VIVOIPL #FInal #CSKvSRH pic.twitter.com/6MDZTcv5WP
— IndianPremierLeague (@IPL) May 26, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2018 3:15 PM IST