ঝুঁকিতে নারাজ কালিস-কার্তিক, ওপেনিংয়ে লিন-উথাপ্পাকে ফেরাচ্ছে নাইটরা
Last Updated:
অধিনায়ক কার্তিকের জমানাতেও কি গম্ভীরের ভাবনার ছোঁয়া ? নাইটদের মহড়ায় তেমনই আভাস।
#কলকাতা: অধিনায়ক কার্তিকের জমানাতেও কি গম্ভীরের ভাবনার ছোঁয়া ? নাইটদের মহড়ায় তেমনই আভাস। প্র্যাকটিস ম্যাচে ওপেনিংয়ে ক্রিস লিনের সঙ্গী রবীন উথাপ্পা। একসময় লিন-উথাপ্পাকে ওপেন করাতে নিজে ব্যাটিং অর্ডারে পিছিয়ে আসেন গম্ভীর। কিন্তু গতবার নাইটদের বেশ কিছু ম্যাচে ওপেন করেছিলেন নারিন। এবার কি সেই ফাটকা থেকে সরছেন কালিস-কার্তিক জুটি ? এখনও পরিষ্কার নয়। চলতি মরশুমে উইকেটের পিছনে থাকবেন নাইট নেতা। আর কিপিং রোল ছেড়ে তাঁর ডেপুটি উথাপ্পার ফোকাসে আপাতত ওপেনিং।
ইডেনে গত দু’দিন পরপর প্রস্তুতি ম্যাচ খেলেছে কেকেআর। আর সেই দুই প্রস্তুতি ম্যাচেই নজর কাড়লেন আলিগড়ের বছর কুড়ির ক্রিকেটার রিঙ্কু সিং । বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করার কাজ করেন। সংসারে তাই যাবতীয় আশা-ভরসা এই বাঁ-হাতি ব্যাটসম্যান। কেকেআর শিবিরে শুরু হয়ে গিয়েছে মাইক হর্নের ক্লাসও ৷ তাঁর এক ঘণ্টার প্রতিদিন মনোবল বাড়ানোর ক্লাসে চাঙ্গা কেকেআর শিবির ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2018 3:38 PM IST