নাইট অনুশীলনে যোগ দিলেন জনসন
Last Updated:
স্টার্ক আহত হয়ে ছিটকে যাওয়ার পর হাতে জনসন ছাড়া বিকল্প নেই।
#কলকাতা: নিলামে স্টার্ককে ছিনিয়ে নিয়েও শেষরক্ষা হয়নি। অগত্যা বুড়ো মিচেল জনসনের কোণাকুণি বাঁহাতি স্যুইংই আপাতত নাইটদের ভরসা।
স্টার্ক আহত হয়ে ছিটকে যাওয়ার পর হাতে জনসন ছাড়া বিকল্প নেই। মঙ্গলবার সেই বুড়ো জনসনই নেটে নেমে পড়লেন কেকেআরের জার্সিতে। তবে মিচেলের ফিটনেস দেখে খুশি কালিসরা। এদিকে ডেথ ওভারে জনসনের সঙ্গী হিসেবে ভাবা হচ্ছে স্টার্কের পরিবর্ত টম কুরানকে। ইংল্যান্ডের ডেথ স্পেশ্যালিস্টও নতুন বেগুনি জার্সি চাপিয়ে আত্মবিশ্বাসী। তবে এদিন অনুশীলনে গরহাজির রইলেন সুনীল নারিন।
advertisement
বৃহস্পতিবার কলকাতায় আসছে বিরাটের আরসিবি। আইপিএল শুরুর আগে এদিনই ইডেন পরিদর্শন করলেন পুলিশ কর্তারা। শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আকর্ষণের বাড়াতে ক্যানোপিতে লাগল রঙিন আলো।
advertisement
Location :
First Published :
April 04, 2018 3:06 PM IST