পুণের পরিবেশ এবং পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ ধোনির সিএসকে-র

Last Updated:

পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামই এবারের আইপিএলে ধোনিদের হোম গ্রাউন্ড ৷

#চেন্নাই: কাবেরী জলবন্টনের প্রতিবাদে আইপিএলে এবার নিজেদের ঘরের মাঠ চেন্নাইয়ে প্রথম ম্যাচের পর আর একটাও ম্যাচ খেলা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের ৷ পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামই এবারের আইপিএলে ধোনিদের হোম গ্রাউন্ড ৷ অন্য শহরের আবহাওয়া, পিচ সবই এখন মানিয়ে নিতে হচ্ছে ধোনিদের ৷ হোম গ্রাউন্ডেও  এখন তাই চ্যালেঞ্জের মুখে সিএসকে ৷ এর পাশাপাশি পেসার দীপক চাহার চোট পেয়ে যাওয়ায় আপাতত দু’সপ্তাহ মাঠের বাইরে ৷
মুম্বইয়ের কাছে গত ম্যাচে হারার পরেই এখন এসমস্ত সমস্যা দেখা দিয়েছে চেন্নাই শিবিরে ৷ ঘরের মাঠের সুবিধা পেতে পুণের পরিবেশ এবং পিচের সঙ্গে যে দ্রুত মানিয়ে নিতে হবে, তা বলেছেন সিএসকে কোচ স্টিভন ফ্লেমিং। তিনি বলেন, ‘‘ ঘরের মাঠের সুবিধা পেতে আমাদের আরও পরিশ্রম করতে হবে। বুঝতে হবে এটা চেন্নাই নয়। সে ক্ষেত্রে পরিবেশ, পিচের কথা মাথায় রেখেই আমাদের প্রথম একাদশ বেছে নিতে হবে। আমরা যখন দল তৈরি করেছিলাম, তখন স্বাভাবিক ভাবে চেন্নাইয়ের কথাই মাথায় ছিল। এখন আমাদের পুণের পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পুণের পরিবেশ এবং পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ ধোনির সিএসকে-র
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement