বিরাটকে মহানের তকমা দিলেন প্রাক্তন ভারতীয় কোচ

Last Updated:

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যখন অভিষেক ঘটেছিল বিরাট কোহলির, তখন ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন৷ এখন আবার আরসিবি-র ব্যাটিং কোচ তিনিই৷ তবে এ বিরাট আর সে বিরাটের পার্থক্য অনেক৷ প্রোফাইলে যেমন বেড়েছেন, ঠিক তেমনিই বেড়েছেন ক্রিকেটার হিসেবে,বেড়েছেন মানুষ হিসেবেও৷

#বেঙ্গালুরু:   ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যখন অভিষেক ঘটেছিল বিরাট কোহলির, তখন ভারতীয় দলের কোচ ছিলেন গ্যারি কার্স্টেন৷ এখন আবার আরসিবি-র ব্যাটিং কোচ তিনিই৷ তবে এ বিরাট আর সে বিরাটের পার্থক্য অনেক৷ প্রোফাইলে যেমন বেড়েছেন, ঠিক তেমনিই বেড়েছেন ক্রিকেটার হিসেবে,বেড়েছেন মানুষ হিসেবেও৷
আরও পাঁচজনের মতো বিরাট মজেছেন কার্স্টেনও৷ কার্স্টেন বলেছেন, ‘‘আমি যখন কোচ ছিলাম তখন ও শুরু করেছিল৷ আবারও ওঁর সঙ্গে কাজ করতে পারাটা দারুণ৷ কীভাবে খেলাটা খেলতে হয় সে সময় এটা নিয়ে দীর্ঘ আলোচনা হত৷ আমরা জানতাম ও দারুণ প্লেয়ার হতে চলেছে৷ একটাই প্রশ্ন ছিল কখন ও সেখানে পৌঁছতে পারবে৷ কীভাবে ধারাবাহিকভাবে খেলে এটা অর্জন করা যাবে৷’’
advertisement
শুধু এটুকুই নয়, তিনি আরও বলেছেন, ‘‘সেই পুরোন সম্পর্ক আবার জুড়ে গেছে৷ আমি এটা দারুণ উপভোগ করছি৷ ’’
advertisement
এই মুহূর্তে একদিনের ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে এক নম্বরে রয়েছেন তিনি৷ আর টেস্টে দু নম্বরে রয়েছেন তিনি৷ তাঁকে মহান ক্রিকেটার বলেও তকমা দিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটকে মহানের তকমা দিলেন প্রাক্তন ভারতীয় কোচ
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement