মাঝ মরশুমেই আইপিএলে টাটা চার বিদেশি ক্রিকেটারের , কারণ জানেন কি
Last Updated:
আইপিএলে আর খেলা হবে না চার ইংলিশ ক্রিকেটারের ৷ চার দলের চার তারকা ক্রিকেটার এবার টাটা করে দেশমুখী হচ্ছেন ৷
#মুম্বই : আইপিএলে আর খেলা হবে না চার ইংলিশ ক্রিকেটারের ৷ চার দলের চার তারকা ক্রিকেটার এবার টাটা করে দেশমুখী হচ্ছেন ৷
যে চারজন ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন তাঁরা হলেন আরসিবি –র ক্রিকেটের ক্রিস ওকস, সিএসকে-র মার্ক উড , রাজস্থান রয়্যালসের বেন স্টোকস, আরসিবি-র মোয়েন আলি ৷
ইতিমধ্যে রবিবার অবধি আইপিএলের ৩৮ টি ম্যাচ খেলা হয়ে গেছে ৷ ফলে এঁরা সকলেই কোর দলের অংশও হয়ে গেছেন ৷ কিন্তু দেশের হয়ে খেলার জন্য এঁদেরকে ডেকে পাঠিয়েছে ইসিবি ৷ ২৪ মে থেকে শুরু পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজ ৷ স্টোকস, ওকস, উড এঁরা টেস্ট দলে থাকবেনই ৷ মোয়েন আলি –র নির্বাচন হওয়া নিয়ে সামাণ্য দ্বিধা দ্বন্দ্ব আছেন ৷
advertisement
advertisement
এবারের আইপিএলে দামীতম ক্রিকেটার ছিলেন বেন স্টোকস ৷ রাজস্থান রয়্যালস এমনিতেও খুব একটা ভালো জায়গায় নেই ৷ তারপর এত গ্যাঁটের কড়ি খসিয়ে যে প্লেয়ারকে কেনা হয়েছে তিনি এভাবে মাঝ মরশুমে চলে যাওয়ায় বেশ চাপে তারা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2018 4:41 PM IST