এবারের আইপিএলের সেরা মাঠ ইডেন, উচ্ছ্বসিত সৌরভ কী ট্যুইট করলেন ?
Last Updated:
মাঠে সমস্ত ব্যবস্থাই নিখুঁত ছিল সিএবি-র ৷
#কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল, আক্ষরিক অর্থেই ‘দেশ কা তিওহার’ ৷ গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট এখন একেবারে শেষ পর্যায় এসে দাঁড়িয়েছে ৷ গত দেড় মাস ধরে আটটি দলের লড়াইয়ে অনেক চড়াই-উতরাই দেখা গিয়েছে ৷ শেষপর্যন্ত বাকী সবাইকে পিছনে ফেলে ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷
এবারের আইপিএলে যেভাবে ক্রিকেটপ্রেমীদের গ্যালারিতে তাঁদের প্রিয় দলকে সমর্থন জোগাতে দেখা গিয়েছে, তাতে অভিভূত বিসিসিআই থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা প্রত্যেকেই ৷ হাতে গোনা কয়েকটা ম্যাচ বাদ দিলে, প্রায় প্রতিটা ম্যাচেই স্টেডিয়াম ছিল হাউজফুল ৷ এব্যাপারে পিছিয়ে ছিল না কলকাতার ইডেন গার্ডেন্সও ৷ কেকেআরের সমর্থনে প্রতিটা ম্যাচেই স্টেডিয়ামের গ্যালারি উপচে পড়েছে দর্শকে ৷ পাশাপাশি মাঠে সমস্ত ব্যবস্থাই নিখুঁত ছিল সিএবি-র ৷
advertisement
advertisement
ক্রিকেটের নন্দনকাননকে তাই খালি হাতে ফেরায়নি বিসিসিআইও ৷ এবারের আইপিএলের সেরা ভেন্যু এবং মাঠের পুরস্কার গিয়েছে ইডেনের দখলেই ৷ পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ম্যাচ আয়োজন থেকে শুরু করে দর্শকদের বসার ব্যবস্থা, সবেতেই সেরা নির্বাচিত হয়েছে ইডেন ৷ এর জন্য ইডেনের সমস্ত গ্রাউন্ডসম্যান এবং সিএবি-র অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
advertisement
CAB GETS IPL HONOURS
The CAB is happy to inform that Eden Gardens has once again been awarded the best venue and ground of IPL 2018. The CAB takes this opportunity to thank all who have contributed to this success beginning with the ground staff, @bcci@icc — Sourav Ganguly (@SGanguly99) May 25, 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2018 3:17 PM IST