প্লে-স্টোরে বিভিন্ন গেমিং অ্যাপ, টাইম পাসের নতুন উপায়, নাকি ক্রিকেটের আড়ালে বেটিং !
Last Updated:
চাকরিজীবী থেকে স্কুল, কলেজ পড়ুয়া। সবাই মেতেছে বেটিংয়ের এই স্বীকৃত ফর্ম্যাটে।
#কলকাতা: ক্রিকেটের আড়ালে বেটিং। ড্রিম ইলেভেন, ফ্যান্টাসি লিগ। প্লে-স্টোরে বিভিন্ন গেমিং অ্যাপ। টাইম পাসের নতুন উপায়। কারোর মতে মাথা খাটানোর নতুন ফিকির। আবার কেউ বলছেন, খারাপ দিকটাও রয়েছে। তবে আইপিএলে বাজারে ক্রমেই জনপ্রিয় হচ্ছে গেমিং অ্যাপগুলো। চাকরিজীবী থেকে স্কুল, কলেজ পড়ুয়া। সবাই মেতেছে বেটিংয়ের এই স্বীকৃত ফর্ম্যাটে।
২২ গজে ৪, ৬ ছক্কার বন্যা বইছে। আর মাঠের বাইরে চলছে অন্য খেলা। সৌজন্যে বিভিন্ন অনলাইন গেমিং সাইট। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে গ্রুপ। তৈরি করা যাচ্ছে পচ্ছন্দের ফার্স্ট ইলেভেন। একেবারে ম্যাচ ধরে। ৫টাকা, ১০টাকা থেকে শুরু করে ১০-২০ হাজার টাকা। আইনি বেটিংয়ের মাধ্যমে পয়সা রোজগারের নতুন উপায়। প্লে-স্টোরে থেকে নামাতে হবে অ্যাপ। আর দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তাহলেই মিলবে খেলার ছাড়পত্র। মাথা ঘামানোর নতুন উপায় মজে সবাই।
advertisement
গেমিং সাইট আগেও ছিল। এখনও রয়েছে। এগুলোর সঙ্গে জুড়েছে মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহওয়াগের নাম। একটি জনপ্রিয় গেমিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ক্যাপ্টেন কুল। জনপ্রিয়তা বাড়ছে। তবে খারাপ দিকও রয়েছে। সেটা মেনে নিয়েই আশঙ্কায় কেউ কেউ।
advertisement
ভাল না খারাপ? সেই উত্তর সময় সাপেক্ষ। তবে সবাই মজে নতুন খেলায়। টাইমপাস আর মাথা খাটিয়ে পয়সা রোজগারের নতুন কম্বো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2018 2:38 PM IST