রাসেল স্পেশ্যাল, গিলের ব্যাটিংও চাপ কমিয়েছে : কার্তিক

Last Updated:

কলকাতা নাইট রাইডার্স: ১৬৯/৭ ( ২০ ওভার), রাজস্থান রয়্যালস: ১৪৪/৪ ( ২০ ওভার )

কলকাতা নাইট রাইডার্স: ১৬৯/৭ ( ২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১৪৪/৪ ( ২০ ওভার )
২৫ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
advertisement
#কলকাতা: টার্গেট ১৭০ রান ৷ বল যতোই ঘুরুক, ইডেনের উইকেটে এই রান তাড়া করাটা খুব একটা কঠিন কাজও হয়তো নয় ৷ রাজস্থান অধিনায়ক অজিঙ্কা রাহানে বা সঞ্জু স্যামসন যখন ব্যাট করছিলেন ৷ তখন অন্তত মনে হয়নি এই ম্যাচ কেকেআরের পক্ষ জেতা সম্ভব ৷ কিন্তু এর নামই হয়তো টি২০ ক্রিকেট ৷ ম্যাচে কখন কী ঘটবে, তা আন্দাজ করা হয়তো কারোর পক্ষেই যে সম্ভব নয় ৷ নিজেদের প্রায় হাতের বাইরে চলে যাওয়া ম্যাচও এদিন ২৫ রানে জিতে নিল কার্তিক ব্রিগেড ৷ এবার তাদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ ৷
advertisement
দুই ওপেনার রাহানে (৪৬) এবং রাহুল ত্রিপাঠি (২০) রাজস্থানের হয়ে শুরুটা ভালই করেছিলেন এদিন ৷ ত্রিপাঠি আউট হওয়ার পর ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন ৷ তিনি ও অধিনায়ক রাহানে মিলে ম্যাচ প্রায় জিতিয়েই দিচ্ছিলেন ৷ কিন্তু ২ উইকেটে ১০৯ রান করা একটা টিম এত উইকেট হাতে রেখেও ১৭০ রানের টার্গেটে পৌঁছতে ব্যর্থ ৷ আর এর জন্য কেকেআর বোলারদের প্রশংসা করতেই হবে ৷ চাওলা, নারিন, রাসেল, প্রসিদ্ধরা এদিন যে বোলিংটা করলেন ৷ তাতে এই দলকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন কেকেআর সমর্থকরা ৷ রাহানে-স্যামসনরা আউট হওয়ার পর বাকী ব্যাটসম্যানরা প্রায় কিছুই করতে পারেননি এদিন ৷ উইকেট হাতে থাকলেও রান উঠেছে অত্যন্ত ধীর গতিতে ৷ নাইট বোলারদের আটোসাঁটো বোলিংই কেকেআরকে পৌঁছে দিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৷ শুক্রবার হায়দরাবাদকে হারালেই রবিবাসরীয় ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে টিম কেকেআর ৷
advertisement
Photo Courtesy: IPL/BCCI Photo Courtesy: IPL/BCCI
ম্যাচ জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক এদিন বলেন, ‘‘ আমরা শুরুতে চাপে থাকলেও তা সামলাতে পেরেছি ৷ শুভমান গিলের আলাদা করে প্রশংসা করতেই হয় ৷ চাপ সামলে ও আজ দারুণ কিছু শটস খেলেছে ৷ ওর জন্যই আমার উপর থেকেও চাপ অনেকাংশেই কমে ৷ এরপর অ্যান্দ্রে (রাসেল)-র স্পেশ্যাল ইনিংস তো আছেই ৷ এই ধরণের খেলায় স্কোরই সবকিছু নয় ৷ আসল হল নিজেদের প্রতি বিশ্বাসটা রাখা ৷ বোলাররা দারুণ বল করেছে এদিন ৷ রাজস্থান সবসময়েই চমক দেয় ৷ তাই চাপ সামলে ম্যাচে নিজেদের সেরাটা দেওয়াই এখন কাজ ৷ পরের খেলায় দু’টো দারুণ টিম মুখোমুখি হবে ৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
রাসেল স্পেশ্যাল, গিলের ব্যাটিংও চাপ কমিয়েছে : কার্তিক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement