অম্বাতি-র দুরন্ত শতরানে হায়দরাবাদ বধ চেন্নাইয়ের, নজির গড়ে প্লে অফের আরও কাছে ধোনির দল

Last Updated:

লিগ শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেট হারিয়ে প্লে অফে-র দিকে আরও একধাপ এগিয়ে গেল চেন্নাই সুপার কিংস ৷

#পুণে: লিগ শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেট হারিয়ে প্লে অফে-র দিকে আরও একধাপ এগিয়ে গেল চেন্নাই সুপার কিংস ৷
অম্বাতি রায়ডুর ৬২ বলে শতরানের সুবাদে হায়দরাবাদের বিরুদ্ধে এনকাউন্টার সহজেই জিতে নেয় চেন্নাই ৷ এদিকে এই ম্যাচের আগে ধোনি দাঁড়িয়েছিলেন একটা মাইলস্টোনের সামনে ৷ এক মরশুমে আইপিএলে ৪০০ করার থেকে ৭ রান মাত্র দূরে দাঁড়িয়েছিলেন তিনি ৷ কোনও ভুল না করে এই মাইলস্টোন পেরিয়ে গেলেন ক্যাপ্টেন কুল ৷
এদিন চেন্নাই টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ৷ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে সানরাইজার্স হায়দরাবাদ ৷ শিখর ধাওয়ার ৪৯ বলে ৭৯ রান করেন ৷ অধিনায়ক উইলিয়ামসন ৫১ রান করেন ৷ শ্যেন ওয়াটসন ও অম্বাতি রায়ডুর ব্যাট সানরাইজার্স বোলারদের ছিন্নভিন্ন করছিল ৷ ওয়াটসন ৩৫ বলে ৫৭ রান করে আউট হন ৷ এরপর মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরত যান সুরেশ রায়না ৷ তবে রায়ডু এদিন একাই দলের রান মেশিন হয়ে ওঠার প্রতিজ্ঞা নিয়েই যেন মাঠে নেমেছিলেন ৷
advertisement
advertisement
এই আইপিএলে নিজের প্রথম শতরানটি সেরে নেন চেন্নাইয়ের ওপেনার ৷ ৭ টি চার ৭ টি ছয়ের সাহায্যে মাত্র ৬২ বলে নিজের সেঞ্চুরি সেরে নেন তিনি ৷ ধোনিও তাঁকে ২২ রানে অপরাজিত থেকে সঙ্গত দেন ৷
এদিকে এদিনের জয়ের ফলে সিএসকে আইপিএল পয়েন্ট টেবলে ২ নম্বরেই থাকলেও পয়েন্ট হয়ে গেল ১৬ ৷ হাতে আরও দুটি ম্যাচ রয়েছে ৷ সে দুটি ম্যাচে জিততে না পারলেও আইপিএল প্লে অফে খেলা কার্যত নিশ্চিত ধোনি বাহিনীর ৷
বাংলা খবর/ খবর/খেলা/
অম্বাতি-র দুরন্ত শতরানে হায়দরাবাদ বধ চেন্নাইয়ের, নজির গড়ে প্লে অফের আরও কাছে ধোনির দল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement