কেন উইলিয়ামসনের অরেঞ্জ ক্যাপ কি কেউ কেড়ে নিতে পারবেন, কে ছুঁড়তে পারেন চ্যালেঞ্জ

Last Updated:

আইপিএলের ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছে আরব সাগরের তিরে ৷ চেন্নাই না হায়দরাবাদ এই নিয়ে চায়ের কাপে তুফান উঠেছে অনেক ৷

#মুম্বই:  আইপিএলের ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছে আরব সাগরের তিরে ৷ চেন্নাই না হায়দরাবাদ এই নিয়ে চায়ের কাপে তুফান উঠেছে অনেক ৷ নিউজ প্রিন্টের কালি, বৈদ্যুতিন মাধ্যমের এয়ার টাইমও খরচ হয়েছে ৷ সোশ্যাল মিডিয়াতেও জোর উত্তাপ ছড়াচ্ছে ৷
তবে ব্যাটিং বিভাগে সেরার মুকুট কে পাবেন তা কার্যত নিশ্চিত এমনটাই বলা যায় ৷ কেন উইলিয়ামসন ১৬ ম্যাচে ৬৮৮ রান করে অরেঞ্জ ক্যাপ পড়ে বসে রয়েছেন ৷ আর শুধু বসে রয়েছেন তাই নয় ,কার্যত জাঁকিয়ে বসে রয়েছেন সানারাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ৷
advertisement
advertisement
File Photo File Photo
org
তালিকায় ২ ও ৩ নম্বরে যাঁরা রয়েছেন তাঁরা হলেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল ৷ তাঁদের দল অনেকদিন আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ৷ তবে ৪ নম্বরে রয়েছেন অম্বাতি রায়াডু ৷ তাঁর ঝোলায় রান ৫৮৬ ৷ যদি কেন উইলিয়ামসন কোনও রান না করেন এবং চেন্নাই সুপার কিংসের রায়ডু একটি ১০২ বা তার অধিক রানের ম্যাজিকাল ইনিংস খেলেন তাহলেই একমাত্র বাজিমাত হতে পারে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
কেন উইলিয়ামসনের অরেঞ্জ ক্যাপ কি কেউ কেড়ে নিতে পারবেন, কে ছুঁড়তে পারেন চ্যালেঞ্জ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement