৪০০ নম্বর জার্সি ‘লাকি’ হওয়াতে খুশি ব্র্যাভো

Last Updated:

প্রথম ম্যাচেই ‘ডিজে ব্র্যাভো’-র চমক দেখেছে ওয়াংখেড়ে ৷

#কলকাতা: সারা বছর বিশ্বের বিভিন্ন টি২০ লিগে খেলে বেড়ান ডোয়েন ব্র্যাভো ৷ তাঁকে টি২০ স্পেশ্যালিস্টই এখন বলা চলে ৷ দু’বছর বাদে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাই সুপার কিংসের ৷ আর প্রথম ম্যাচেই ‘ডিজে ব্র্যাভো’-র চমক দেখেছে ওয়াংখেড়ে ৷ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই প্রায় হারা ম্যাচে জিতেছে সিএসকে ৷
দু’বছর বাদে আইপিএলে প্রত্যাবর্তনের পরে চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে এখন এক জনই নায়ক। তিনি ডোয়েন ব্র্যাভো ! তাঁর ৩০ বলে ৬৮ রানের ইনিংস এখন কেউই ভুলতে পারছেন না ৷ এত বছর ধরে আইপিএল এবং একাধিক টুর্নামেন্ট খেললেও শনিবারের ইনিংসকেই সেরা বেছেছেন ব্র্যাভো নিজেও ৷ তিনি বলেন, ‘‘ আমার জীবনের এটা সেরা ইনিংস। আমার মনে হয় না, কোনও ফর্ম্যাটের ক্রিকেটে কখনও এই রকম ইনিংস খেলেছি আমি।’’
advertisement
DaRfNQtWAAAX-Mk
advertisement
এবছর ব্র্যাভোর আরও একটা জিনিস লক্ষ্য করার আছে ৷ সেটা হল তাঁর জার্সি নম্বর ৷ হঠাৎ এত নম্বর থাকতে ৪০০ নম্বর জার্সি পড়ে কেন খেলছেন ব্র্যাভো ? উত্তরটা তিনি নিজেই দিয়েছেন ৷ ব্র্যাভো বলেন, ‘‘ পোলার্ড হলেন প্রথম প্লেয়ার যিনি ৪০০ টি২০ ম্যাচ খেলেছেন ৷ তাই ও চারশো নম্বর জার্সি পরে খেলে ৷ আর আমি হলাম টি২০-তে ৪০০ উইকেট পাওয়া প্রথম বোলার ৷ তাই আমিও ৪০০ নম্বর জার্সি পরে খেলছি ৷ আমি খুশি যে ৪০০ নম্বর জার্সিটা আমার  লাক ফিরিয়ে এনেছে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৪০০ নম্বর জার্সি ‘লাকি’ হওয়াতে খুশি ব্র্যাভো
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement