ব্র্যাভো ঝড়ে উড়ে গেল মুম্বই, আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন ধোনির সিএসকে-র
Last Updated:
মুম্বই ইন্ডিয়ান্স : ১৬৫/ ৪ (২০ ওভার), চেন্নাই সুপার কিংস : ১৬৯/ ৯ (১৯.৫ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স : ১৬৫/ ৪ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস : ১৬৯/ ৯ (১৯.৫ ওভার)
১ বল বাকি থাকতে ১ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস
advertisement
#মুম্বই: নির্বাসন কাটিয়ে দু’বছর পর আইপিএলে প্রত্যাবর্তন ৷ ধোনির চেন্নাই সুপার কিংসের খেলা দেখতেই আজ টিভি খুলে বসেছিলেন দেশের অধিংকাংশ ক্রিকেটপ্রেমীরা ৷ তাঁদের হতাশ করেননি সিএসকে-র ক্রিকেটাররা ৷ প্রায় হারা ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ফের একবার নিজেদের জাত চেনাল সিএসকে ৷ ১ বল বাকি থাকতেই মাত্র ১ উইকেটে ম্যাচ জিতল তারা ৷
advertisement
এদিনের জয়ের মূল কারিগর অবশ্যই ডোয়েন ব্র্যাভো ৷ ধোনিকে ফিনিশারের বদলে এবারের আইপিএলে ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলানোর কথা আগেই ঘোষণা করেছিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং ৷ সেইমতো এদিন পাঁচ নম্বরে নামানো হয় চেন্নাই অধিনায়ককে ৷ ৫ রানের বেশি অবশ্য করতে পারেননি ধোনি ৷ ব্যর্থ সিএসকে-র টপ অর্ডারও ৷ ওয়াটসন, রায়না , জাদেজা কেউই এদিন রান পাননি ৷ কিন্তু বাকিদের ব্যর্থতা একাই ঢেকে দিলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার ডোয়েন ব্র্যাভো ৷ সাত নম্বরে নেমে তাঁর ৩০ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যেই এবারের আইপিএল অভিযান জয় দিয়ে শুরু করল চেন্নাই সুপার কিংস ৷
advertisement
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক ধোনি ৷ ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (১৫) এবং লুইস (০)-এর উইকেট দ্রুত হারালেও ঈশান কিশান (৪০), সূর্যকুমার যাদব (৪৪) এবং পাণ্ডিয়া ভাইদের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান তোলে মুম্বই ৷ হার্দিকের ভাই ক্রুনাল পাণ্ডিয়া শেষপর্যন্ত ২২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন ৷
advertisement
ওয়াংখেড়ের উইকেটে ১৬৬ রান তাড়া করাটা সিএসকে-র তেমন কঠিন কাজ হবে না বলেই মনে হচ্ছিল ৷ কিন্তু সব হিসেব বদলে দেন আইপিএলে এই ম্যাচে অভিষেক ঘটা ২০ বছরের লেগ স্পিনার ময়াঙ্ক মারকাণ্ডে ৷ চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ কিন্তু মারকাণ্ডের চার ওভারের কোটা শেষ হতেই নিজের আসল রূপ ধারণ করেন ব্র্যাভো ৷ বিশ্বের প্রায় সমস্ত দেশেই টি২০ টুর্নামেন্ট খেলে বেড়ান তিনি ৷ ক্যারিবিয়ান অলরাউন্ডারকে এখন তাই টি২০ স্পেশ্যালিস্টই বলা চলে ৷ শেষ ওভারের আগে তিনি আউট হয়ে গেলেও ততক্ষণে আসল কাজটা করে দিয়ে যান ৷ তবে শেষ ওভারে মাথা ঠাণ্ডা রেখে জয়সূচক ওভারবাউন্ডারিটা মারেন কেদার যাদবই ৷ আইপিএল যে ঘোর অনিশ্চয়তার খেলা ৷ এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তার আবার প্রমাণ মিলল ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 12:01 AM IST