ব্র্যাভো ঝড়ে উড়ে গেল মুম্বই, আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন ধোনির সিএসকে-র

Last Updated:

মুম্বই ইন্ডিয়ান্স : ১৬৫/ ৪ (২০ ওভার), চেন্নাই সুপার কিংস : ১৬৯/ ৯ (১৯.৫ ওভার)

মুম্বই ইন্ডিয়ান্স : ১৬৫/ ৪ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস : ১৬৯/ ৯ (১৯.৫ ওভার)
১ বল বাকি থাকতে ১ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস
advertisement
#মুম্বই: নির্বাসন কাটিয়ে দু’বছর পর আইপিএলে প্রত্যাবর্তন ৷ ধোনির চেন্নাই সুপার কিংসের খেলা দেখতেই  আজ টিভি খুলে বসেছিলেন দেশের অধিংকাংশ ক্রিকেটপ্রেমীরা ৷ তাঁদের হতাশ করেননি সিএসকে-র ক্রিকেটাররা ৷ প্রায় হারা ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ফের একবার নিজেদের জাত চেনাল সিএসকে ৷ ১ বল বাকি থাকতেই মাত্র ১ উইকেটে ম্যাচ জিতল তারা ৷
advertisement
এদিনের জয়ের মূল কারিগর অবশ্যই ডোয়েন ব্র্যাভো ৷ ধোনিকে ফিনিশারের বদলে এবারের আইপিএলে ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলানোর কথা আগেই ঘোষণা করেছিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং ৷ সেইমতো এদিন পাঁচ নম্বরে নামানো হয় চেন্নাই অধিনায়ককে ৷ ৫ রানের বেশি অবশ্য করতে পারেননি ধোনি ৷ ব্যর্থ সিএসকে-র টপ অর্ডারও ৷ ওয়াটসন, রায়না , জাদেজা কেউই এদিন রান পাননি ৷  কিন্তু বাকিদের ব্যর্থতা একাই ঢেকে দিলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার ডোয়েন ব্র্যাভো ৷ সাত নম্বরে নেমে তাঁর ৩০ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যেই এবারের আইপিএল অভিযান জয় দিয়ে শুরু করল চেন্নাই সুপার কিংস ৷
advertisement
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক ধোনি ৷ ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (১৫) এবং লুইস (০)-এর উইকেট দ্রুত হারালেও ঈশান কিশান (৪০), সূর্যকুমার যাদব (৪৪) এবং পাণ্ডিয়া ভাইদের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান তোলে মুম্বই ৷ হার্দিকের ভাই ক্রুনাল পাণ্ডিয়া শেষপর্যন্ত ২২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন ৷
advertisement
ওয়াংখেড়ের উইকেটে ১৬৬ রান তাড়া করাটা সিএসকে-র  তেমন কঠিন কাজ হবে না বলেই মনে হচ্ছিল ৷ কিন্তু সব হিসেব বদলে দেন আইপিএলে এই ম্যাচে অভিষেক ঘটা  ২০ বছরের লেগ স্পিনার ময়াঙ্ক মারকাণ্ডে ৷ চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ কিন্তু মারকাণ্ডের চার ওভারের কোটা শেষ হতেই নিজের আসল রূপ ধারণ করেন ব্র্যাভো ৷ বিশ্বের প্রায় সমস্ত দেশেই টি২০ টুর্নামেন্ট খেলে বেড়ান তিনি ৷ ক্যারিবিয়ান অলরাউন্ডারকে এখন তাই টি২০ স্পেশ্যালিস্টই বলা চলে ৷ শেষ ওভারের আগে তিনি আউট হয়ে গেলেও ততক্ষণে আসল কাজটা করে দিয়ে যান ৷ তবে শেষ ওভারে মাথা ঠাণ্ডা রেখে জয়সূচক ওভারবাউন্ডারিটা মারেন কেদার যাদবই ৷ আইপিএল যে ঘোর অনিশ্চয়তার খেলা ৷ এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তার আবার প্রমাণ মিলল ৷
advertisement
Photo: BCCI Photo: BCCI
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্র্যাভো ঝড়ে উড়ে গেল মুম্বই, আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন ধোনির সিএসকে-র
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement