এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চিরচরিত ঘরানার চিয়ারলিডারে না বলে দিয়েছে৷ লিঙ্গ বৈষম্য দূর করতেই তাদের এই ভাবনা৷ কিন্তু সেই আরসিবি গ্যালারি মাতাচ্ছেন এক মহিলাই৷ তাঁর চিয়ার করার ছবি নিয়ে এখন মেতেছে সোশ্যাল মিডিয়া৷ তিনি আরও কেউ নন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা৷
#বেঙ্গালুরু: এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চিরচরিত ঘরানার চিয়ারলিডারে না বলে দিয়েছে৷ লিঙ্গ বৈষম্য দূর করতেই তাদের এই ভাবনা৷ কিন্তু সেই আরসিবি গ্যালারি মাতাচ্ছেন এক মহিলাই৷ তাঁর চিয়ার করার ছবি নিয়ে এখন মেতেছে সোশ্যাল মিডিয়া৷ তিনি আরও কেউ নন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা৷
দল বিশেষ ভালো পারফরম্যান্স না করায় আরসিবি- সমর্থকদের মনটা একটু নিঃসন্দেহে খারাপ৷ কিন্তু অনুষ্কার এইভাবে গ্যালারি থেকে গলা ফাটানো নিয়ে কিন্তু নানারকম অভিনবত্ব দেখাচ্ছেন আরসিবি ফ্যানরা৷ অনুষ্কাই এখন আরসিবি সমর্থক ব্রিগেডের আইকন ফ্যান হয়ে উঠেছেন৷
আরও পড়ুন
মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে নামার আগেও বেশ ফোকাসড টিম কোহলি৷ অনুষ্কা গ্যালারিতে থাকুন বা না থাকুন এখন তিনিই দলের অন্যতম মোটিভেশন তা বুঝিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া৷