বিরাট ঘরণী অনুষ্কা, মাঠ মাতাচ্ছেন, মন জিতছেন

Last Updated:

এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চিরচরিত ঘরানার চিয়ারলিডারে না বলে দিয়েছে৷ লিঙ্গ বৈষম্য দূর করতেই তাদের এই ভাবনা৷ কিন্তু সেই আরসিবি গ্যালারি মাতাচ্ছেন এক মহিলাই৷ তাঁর চিয়ার করার ছবি নিয়ে এখন মেতেছে সোশ্যাল মিডিয়া৷ তিনি আরও কেউ নন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা৷

#বেঙ্গালুরু: এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চিরচরিত ঘরানার চিয়ারলিডারে না বলে দিয়েছে৷ লিঙ্গ বৈষম্য দূর করতেই তাদের এই ভাবনা৷ কিন্তু সেই আরসিবি গ্যালারি মাতাচ্ছেন এক মহিলাই৷ তাঁর চিয়ার করার ছবি নিয়ে এখন মেতেছে সোশ্যাল মিডিয়া৷ তিনি আরও কেউ নন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা৷
দল বিশেষ ভালো পারফরম্যান্স না করায় আরসিবি- সমর্থকদের মনটা একটু নিঃসন্দেহে খারাপ৷ কিন্তু অনুষ্কার এইভাবে গ্যালারি থেকে গলা ফাটানো নিয়ে কিন্তু নানারকম অভিনবত্ব দেখাচ্ছেন আরসিবি ফ্যানরা৷ অনুষ্কাই এখন আরসিবি সমর্থক ব্রিগেডের আইকন ফ্যান হয়ে উঠেছেন৷
advertisement
মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে নামার আগেও বেশ ফোকাসড টিম কোহলি৷ অনুষ্কা গ্যালারিতে থাকুন বা না থাকুন এখন তিনিই দলের অন্যতম মোটিভেশন তা বুঝিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাট ঘরণী অনুষ্কা, মাঠ মাতাচ্ছেন, মন জিতছেন
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement