বিরাট ঘরণী অনুষ্কা, মাঠ মাতাচ্ছেন, মন জিতছেন
Last Updated:
এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চিরচরিত ঘরানার চিয়ারলিডারে না বলে দিয়েছে৷ লিঙ্গ বৈষম্য দূর করতেই তাদের এই ভাবনা৷ কিন্তু সেই আরসিবি গ্যালারি মাতাচ্ছেন এক মহিলাই৷ তাঁর চিয়ার করার ছবি নিয়ে এখন মেতেছে সোশ্যাল মিডিয়া৷ তিনি আরও কেউ নন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা৷
#বেঙ্গালুরু: এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চিরচরিত ঘরানার চিয়ারলিডারে না বলে দিয়েছে৷ লিঙ্গ বৈষম্য দূর করতেই তাদের এই ভাবনা৷ কিন্তু সেই আরসিবি গ্যালারি মাতাচ্ছেন এক মহিলাই৷ তাঁর চিয়ার করার ছবি নিয়ে এখন মেতেছে সোশ্যাল মিডিয়া৷ তিনি আরও কেউ নন বিরাট ঘরণী অনুষ্কা শর্মা৷
দল বিশেষ ভালো পারফরম্যান্স না করায় আরসিবি- সমর্থকদের মনটা একটু নিঃসন্দেহে খারাপ৷ কিন্তু অনুষ্কার এইভাবে গ্যালারি থেকে গলা ফাটানো নিয়ে কিন্তু নানারকম অভিনবত্ব দেখাচ্ছেন আরসিবি ফ্যানরা৷ অনুষ্কাই এখন আরসিবি সমর্থক ব্রিগেডের আইকন ফ্যান হয়ে উঠেছেন৷
advertisement
মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে নামার আগেও বেশ ফোকাসড টিম কোহলি৷ অনুষ্কা গ্যালারিতে থাকুন বা না থাকুন এখন তিনিই দলের অন্যতম মোটিভেশন তা বুঝিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া৷
advertisement
That roar by Anushka Sharma!!#IPL #IPL11 #IPL18 #cricket #CricketMeriJaan #ilovecricket #RCB #virat #Kohli#RCBvKXIP #MIvDD #KKRvSRH pic.twitter.com/VxjG7Z0u6D
— Gauti Kohli (@viratfanteam18) April 13, 2018![]()
![]()
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2018 2:46 PM IST