আইপিএলে জিওকে টেক্কা দিতে ১০০০ জিবি ফ্রি ডেটার দুরন্ত অফার এয়ারটেলের

Photo: IPL T20

Photo: IPL T20

আইপিএল শুরু হওয়ার আগে একের পর এক দুর্দান্ত অফারে ভরিয়ে দিচ্ছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি ৷

  • Share this:

    #কলকাতা:  ভারতের ‘ক্রিকেট কা তিওহার’ আইপিএল শুরু হওয়ার আগে একের পর এক দুর্দান্ত অফারে ভরিয়ে দিচ্ছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি ৷ শুধুমাত্র আইপিএলের জন্য অতিরিক্ত ডেটা, ম্যাচের লাইভ স্ট্রমিং এবং ম্যাচ চলাকালীন অ্যাপের মাধ্যমে হরেক রকম পুরস্কার জেতার সুযোগ  করে দিয়েছে জিও ৷ এব্যাপারে পিছিয়ে নেই এয়ারেটলও ৷

    এয়ারটেলের স্ট্রিমিং অ্যাপ এয়ারটেল টিভিতে আইপিএল-এর ম্যাচ লাইভ ও তার হাইলাইটস দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। হটস্টারের মাধ্যমেই এই পরিষেবা পাবেন এয়ারটেলের গ্রাহকরা। আইপিএল শুরু হওয়া মানেই দেশবাসীর চোখ সন্ধে থেকে রাত পর্যন্ত থাকবে শুধুমাত্র খেলাতেই ৷ তাই টিভির পাশাপাশি মোবাইলেও যাতে ম্যাচের লাইভ স্ট্রিমিং সহজে দেখা যায়, তার জন্য অতিরিক্ত ডেটা দিতেই এখন আসরে নেমেছে অধিকাংশ মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি ৷

    আরও পড়ুন--শুধু কম টাকায় বেশি ডেটাই নয়, ম্যাচ চলাকালীন আকর্ষণীয় পুরস্কার জেতারও সুযোগ জিওর গ্রাহকদের

    আইপিএল-এর কথা মাথায় রেখেই আলাদা করে একটি ক্রিকেট বিভাগ খোলা হয়েছে এয়ারটেল টিভি অ্যাপে। তবে গ্রাহকদের এই অ্যাপের নতুন ভার্সন আপডেট করে নিতে হবে। এয়ারটেলের ব্রডব্যান্ড ব্যবহারকারীরাও ১০০০ জিবি ফ্রি ডেটা অফার পাবেন ৷ চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে এই সুবিধা ৷ এত বিপুল পরিমাণে ডেটা কোনও কোনও মাসে পুরোটা খরচ নাও হতে পারে ৷ সেক্ষেত্রে উদ্বৃত্ত ডেটা পরের মাসে ‘ক্যারি ফরোয়ার্ড’ হয়ে যাবে ৷

    ৬৪৯ টাকার পোস্টপেড প্ল্যানে ৫০ জিবি ৩জি/৪জি ডেটা দিচ্ছে এয়ারটেল। সেখানেও উদ্বৃত্ত ডেটা পরের মাসে যোগ করা যাবে। একই সঙ্গে অ্যামাজন প্রাইমের এক বছরের মেম্বারশিপও সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই প্ল্যানে। এখানেই শেষ হচ্ছে না অফার ৷ ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে বিশেষ MIMO Pre-5G বা মাল্টিপল-ইনপুট-মাল্টিপল-আউটপুট প্রযুক্তি ব্যবহার করা হবে। যাকে ‘ প্রি-৫জি ’ বলা হচ্ছে ৷ এর ফলে মাঠের বিপুল সংখ্যক দর্শকদেরও ইন্টারনেট ব্যবহার করতে কোনও সমস্যা হবে না ৷

    First published:

    Tags: Airtel IPL Offer, Airtel TV, Airtel's New Schemes, Hotstar, IPL 2018, Vivo IPL 2018