সানরাইজার্স বনাম সিএসকে ম্যাচের আগে এই তথ্যগুলি জেনে নেওয়া জরুরি

Last Updated:

আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই ওয়াংখেড়ের মহারণ ৷ চেন্নাই বনাম হায়দরাবাদ দুই সুপার জায়ন্ট শ্রেষ্ঠত্বের লড়াইতে মুখোমুখি হচ্ছে ৷

#মুম্বই:  আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই ওয়াংখেড়ের মহারণ ৷ চেন্নাই বনাম হায়দরাবাদ দুই সুপার জায়ন্ট শ্রেষ্ঠত্বের লড়াইতে মুখোমুখি হচ্ছে ৷ এবারের আইপিএলে সবার আগে গ্রুপ পর্বে –র পয়েন্টের হিসেব নিকেশে সবার আগে প্লে অফের টিকিট নিশ্চিত করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
অন্যদিকে চেন্নাই সুপার কিংসও লিগ টেবল শেষ করেছিল হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে ৷ তবে নেট রানরেটে তাদের দু নম্বর জায়গায় থাকতে হয়েছিল ৷ কিন্তু প্লে অফে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে তারাই ফাইনালের টিকিট আগে বুক করেছিল ৷
head on_1
advertisement
এদিকে সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফে জায়গা নিশ্চিত করার পর টানা ৪ টি ম্যাচ হেরেছিল ৷ কিন্তু কেকেআরের বিরুদ্ধে দল যেরকম পারফরম্যান্স দিয়েছে তাতে মুগ্ধ ফ্যানরা ৷
advertisement
head on_2
পরিসংখ্যানের দিকে যদি একবার চোখ রাখা যায় তাহলে দেখা যাবে অঙ্কের পাল্লাটা কিন্তু চেন্নাই সুপার কিংসেরই ভারি ৷ আইপিএলে মোট ৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দাক্ষিণাত্যের এই দুই দল ৷ তারমধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ৭ টি ম্যাচে , ২টি হেরেছে তারা ৷
advertisement
পাশাপাশি যদি শুধু এবারের আইপিএলে নজর রাখা যায় তাহলে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স আরও শোচনীয় ৷ এই মরশুমে সিএসকে এবং এসআরএইচ মোট ৩ বার মুখোমুখি হয়েছে ৷ ৩ বারই জিতেছে চেন্নাই সুপার কিংস ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সানরাইজার্স বনাম সিএসকে ম্যাচের আগে এই তথ্যগুলি জেনে নেওয়া জরুরি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement