#মুম্বই: দশম আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে এমনিতেই অনেক প্রশ্ন উঠেছে ৷ আউটের সিদ্ধান্ত অনেকসময়েই ভুল দিয়েছেন আম্পায়াররা ৷ এবার রান সম্পূর্ণ না করে অবশ্য আম্পায়ারদের চোখ এড়াতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড ৷
ঘটনাটি চোখে পড়ার পরেই এক রান বাতিল করা হয় মুম্বইয়ের ৷ কিংস ইলেভেনের বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল মুম্বইয়ের সেই সময় দু’রান নিতে গিয়ে রানটা সম্পূ্র্ণ নিতে পারেননি পোলার্ড ৷ তবে এখানেই শেষ নয়, এখানে প্রশ্ন উঠছে অন্য ৷ পোলার্ড নাকি ইচ্ছে করেই রানটা সম্পূর্ণ নেননি ৷
Won't be surprised if Pollard ran one short deliberately to keep strike
— Harsha Bhogle (@bhogleharsha) May 11, 2017
এসম্পর্কে ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও বলেন, পোলার্ড যদি স্ট্রাইক রাখারা জন্য ইচ্ছাকৃতভাবেই রানটা সম্পূর্ণ না নিয়ে থাকেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই ৷ এব্যাপারে আম্পায়ারও যদিও পরে মনে করেন যে ইচ্ছাকৃত ভাবেই রানটা সম্পূ্র্ণ নেননি পোলার্ড ৷ তাহলে কোড অফ কন্ডাক্টের ১৮.৫ নম্বর ধারা অনুযায়ী পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে বিপক্ষ দলকে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 10, IPL 2017, Kieron Pollard, আইপিএল ২০১৭, কায়রন পোলার্ড