সেলটিক - ১
বার্সেলোনা- ৩
#বার্সেলোনা: ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দারুণ জয় পেল বার্সেলোনা । সেলটিককে তারা হারাল ৩-১ গোলে। কোপার পর অবশেষে ক্লাবের জার্সিতে মাঠে নামলেন লিও মেসি।
তাঁর অবসর ঘোষণায় গোটা বিশ্ব হতবাক হয়েছে। তাঁর নতুন ব্লন্ড রূপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশেষে পর্দা সরালেন লিও মেসি। সেলটিকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বার্সার জার্সিতে মাঠে নামলেন তিনি। বিশ্ব জুড়ে মরশুম শুরুর আগে চলছে প্রস্তুতি ম্যাচ। এমনই এক ম্যাচে ডাবলিনে সেলটিকের বিরুদ্ধে মাঠে নেমেছিল বার্সেলোনা।
মেসিকে বিশেষ কিছু করতে হয়নি। তাতেও সেলটিককে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। তবে হতাশ করল রেনিইয়ারিরা। লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সাঁজা’র কাছে রীতিমতো বিধ্বস্ত ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ীরা। দুই অর্ধে দু’গোল চাপিয়ে লেস্টারকে মাঠের বাইরের রাস্তা দেখিয়ে দিল ফরাসি দল। ৪-০ গোলে হেরে অবশ্য বিচলিত নন রেইনিয়ারি। বরং আস্থা রাখছেন ইপিএল শুরুর আগে গুছিয়ে নেবেন তাঁরা। প্রস্তুতিটা ভালই হল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barcelona, Celtic, International Champions Cup, Lionel Messi, Luiz Suarez, মেসি