রোনাল্ডোকে ছাড়াই প্রাক বিশ্বকাপে নামছে পর্তুগাল

Last Updated:

এখনও পুরোপুরি চোটমুক্ত নন সিআরসেভেন ৷ ইউরো কাপের ফাইনালে যে চোট লেগেছিল তাঁর, তা এখনও সারেনি ৷

#লিসবন: তিনি এখন ইউরোপ সেরা ৷ গ্রিজম্যান-বেলদের টপকে দ্বিতীয়বারের জন্য ইউরোপ সেরা নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিন্তু এই আনন্দের খবরের মাঝেও একটাই খারাপ খবর ৷ এখনও পুরোপুরি চোটমুক্ত নন সিআরসেভেন ৷ ইউরো কাপের ফাইনালে যে চোট লেগেছিল তাঁর, তা এখনও সারেনি ৷ ফলে প্রাক বিশ্বকাপের শুরুটা রোনাল্ডোকে ছাড়াই করতে হচ্ছে পর্তুগালকে ৷
প্রাক বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পর্তুগাল ৷ ওই ম্যাচে সিআরসেভেনকে পাচ্ছে না ইউরো কাপ চ্যাম্পিয়ন দল ৷ আগামী ৬ সেপ্টেম্বর বাসেলে এই ম্যাচ খেলবে পর্তুগাল ৷ তবে প্রাক বিশ্বকাপের ম্যাচে নামার আগে ১ সেপ্টেম্বর জিব্রাল্টারের সঙ্গে নিজেদের দেশেই একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন পর্তুগীজরা ৷
পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস বলেছেন, ‘‘ইউরোর শেষ দিকে আমরা যে রকম খেলেছিলাম সেটাই ধরে রাখতে চাই। তবে যাঁদের ফিটনেসের সমস্যা আছে তাদের ছাড়াই নামতে হচ্ছে।’’
advertisement
advertisement
পর্তুগাল দলের জন্য অবশ্য একটাই ভাল খবর ৷ সেটা হল চোট সারিয়ে দলে ফিরছেন দুই ফুটবলার বার্নান্দো সিলভা ও লুইস নেটো ৷ দু’জনেই তাঁরা চোটের জন্য খেলেননি ইউরোতে ৷ ডাক পেয়েছেন পোর্তোর ফরোয়ার্ড আন্দ্রে সিলভাও। সিলভা-নেটোরা ফেরায় দলের মাঝমাঠ ও ডিফেন্স আরও শক্তিশালী হবে বলেই মনে করছে পর্তুগাল টিম ম্যানেজমেন্ট ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোকে ছাড়াই প্রাক বিশ্বকাপে নামছে পর্তুগাল
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement