ভারতে এই প্রথম! রাজ্য সরকারের উদ্যোগে এসএসকেএম-এ স্পোর্টস মেডিসিন সেন্টার

Last Updated:

Sskm: দেশের মধ্যে এই প্রথম কলকাতার হাসপাতালে স্পোর্টস মেডিসিন সেন্টার।

 কলকাতা: ভারতে এই প্রথম। রাজ্য সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে খেলোয়াড়দের জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করা হল এসএসকেএম  হাসপাতালে।
স্পোর্টস মেডিসিন সেন্টার চালু করা হল এসএসকেএম হাসপাতালে। অত্যাধুনিক যন্ত্রপাতিসহ রিহ্যাব সেন্টার চালু হল সেখানে। থাকছে হাইড্রোলিক সুইমিং পুল, এন্টি গ্রাভিটি ট্রেডমিল, জাকুজি।
আরও পড়ুন- ১১-র বদলে ১২ জন খেলোয়াড় নেমে গেল মাঠে! হকি বিশ্বকাপে হাস্যকর ঘটনা
বিদেশে যেভাবে ফুটবলারদের কোনও দলে সই করানোর আগে যাবতীয় শারীরিক পরীক্ষা করানো হয়, সেই সমস্ত ব্যবস্থা থাকছে এবার এখানে। স্পোর্টস মনস্তাত্ত্বিক ডাক্তারের পরামর্শও পাওয়া যাবে।
advertisement
advertisement
সমস্ত ব্যবস্থা থাকছে এক ছাদের তলায়। কোনও খেলোয়াড় চোট পেলে রিহ্যাব করতে পারবেন একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে। জুনিয়র পর্যায়ের খেলোয়াড়দের শারীরিক গঠন কতটা সঠিক খেলার জন্য, সেটাও পরীক্ষা করা যাবে।
হাসপাতালে সমস্ত কিছুর রেকর্ড হবে অনলাইনে। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, সিএবি সহ সমস্ত খেলাধুলার সংস্থা এটি ব্যবহার করতে পারবে। ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন ঘুরে দেখলেন সম্পূর্ণ পরিকাঠামো।
advertisement
আরও পড়ুন- আরবের অসহ্য গরমে অবস্থা কাহিল রোনাল্ডোর! মেসির বিপক্ষে নামার আগে নতুন শপথ
চোট-আঘাত লাগলে বাংলার খেলোয়াড়দের সেড়ে উঠতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। স্পোর্টস মেডিসিন সেন্টার-এর ব্যবস্থা সেভাবে না থাকায় যে কোনও খেলোয়াড়ের সেরে উঠতে সময় লেগে যেত অনেকটা। একেক সময় কোনও খেলোয়াড়ের চোট সারিয়ে উঠতে হয়তো গোটা মরশুম লেগে যেত। তবে এবার স্পোর্টস মেডিসিন সেন্টার খেলোয়াড়দের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতে এই প্রথম! রাজ্য সরকারের উদ্যোগে এসএসকেএম-এ স্পোর্টস মেডিসিন সেন্টার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement