মেয়েদের যৌন নির্যাতন করে কোচরা! ভয়ঙ্কর অভিযোগ তুলে দিল্লির রাস্তায় কুস্তিগীররা
- Published by:Suman Majumder
Last Updated:
Wrestlers protest in delhi: দিল্লির রাস্তায় ধর্নায় দেশের হয়ে পদক জেতা কুস্তিগীররা। যৌন হয়রানির ভয়ঙ্কর অভিযোগ।
নয়াদিল্লি: ভারতের রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে যন্তর মন্তরে ধর্নায় বসেছেন সিনিয়র কুস্তিগীররা। এই কুস্তিগীরদের মধ্যে অলিম্পিয়ান বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সরিতা মোর সহ অনেক খেলোয়াড় রয়েছেন।
একাধিক কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি বলেছেন, "কোচরা মহিলাদের যৌন হয়রানি করছেন। ফেডারেশনের কিছু প্রিয় কোচ মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারা মেয়েদের যৌন হয়রানি করেন। WFI সভাপতি অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।"
আরও পড়ুন- ভারতে এই প্রথম! রাজ্য সরকারের উদ্যোগে এসএসকেএম-এ স্পোর্টস মেডিসিন সেন্টার
ভিনেশ ফোগাট আরও বলেন, "ওরা (ইউনিয়ন) আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এবং আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। ওরা আমাদের শোষণ করছে। আমরা যখন অলিম্পিকে গিয়েছিলাম তখন আমাদের ফিজিও বা কোচ ছিল না। যন্তর মন্তরে সব কুস্তিগীররা আজ প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদ করছি বলে হুমকি দেওয়া হচ্ছে।"
advertisement
advertisement
ভিনেশ ফোগাট বলেন, "আমরা আর কোনও রাস্তা পাইনি। তাই এখানে ধর্নায় বসেছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, তার পরেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। সবারই সমস্যা হচ্ছে।"
Coaches are harassing women, and some coaches who are favourite of the federation misbehave with women coaches as well. They sexually harass girls. The WFI president has sexually harassed so many girls: Wrestler Vinesh Phogat pic.twitter.com/AqUetaXsGa
— ANI (@ANI) January 18, 2023
advertisement
ধর্নায় বসে থাকা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে পৌঁছেছেন ভারতীয় রেসলিং ফেডারেশনের আধিকারিকরা। বজরং পুনিয়া বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। কার সঙ্গে তাঁর সমস্যা ছিল জানতে চাইলে তিনি বলেন, ফেডারেশন আমাদের সবার জন্য সমস্যা তৈরি করছে।
আরও পড়ুন- নিজামের শহরে রাজা শুভমন গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ডবল সেঞ্চুরি
জানা গিয়েছে, ৩০ জনের বেশি কুস্তিগীর দিল্লির এই ধর্নায় রয়েছেন। ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলেও এখনও কোনও সুরাহা হয়নি বলেই জানা যাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 6:36 PM IST