Indian Women Football: ভারতের জার্সি পরে বিদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে জঙ্গলমহলের মেয়ে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian Women Football: মৌসুমির দিদি মৌমিতা একসময় ফুটবল খেলেছে, দাদা সুব্রত বর্তমানে একাধিক দলে নিজের জায়গা করে নিয়েছে। ছোট থেকেই শখ ফুটবলের প্রতি।
পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার এবং শুক্রবার আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী ম্যাচে ভারতের জার্সি গায়ে নিজের কৃতিত্ব প্রদর্শন করবেন জঙ্গলমহলের এক কন্যাশ্রী। ভারতের হয়ে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের যোগ দিয়ে মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে মিডফিল্ডার হিসেবে নিজের কৃতিত্ব তুলে ধরতে মায়ানমারের মাঠে বছর কুড়ির মৌসুমী।
শালবনী থেকে সুদূর মায়ানমার, চাষির মেয়ের কৃতিত্বে গর্বিত জেলার মানুষ। আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা। প্রথম একাদশে মৌসুমির সুযোগ পাওয়ার প্রহর গুনছে শালবনী সহ জেলার মানুষ। জঙ্গলমহল থেকে বড় হয়ে ওঠা। পরিবারে খেলাধুলার চর্চা ছোট থেকে। ষষ্ঠ শ্রেণী থেকে তার ফুটবলের স্কিল শুরু। বাবা চাষবাস করে মা সামান্য গৃহবধূ এরপরও নিজের কৃতিত্বে চালিয়ে রেখেছিলেন খেলাধুলো।
advertisement
সম্প্রতি ৯ এবং ১২ জুলাই মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে ভারতের হয়ে ২৪ জনের একটি দল গিয়েছে। যাদের মধ্যে রয়েছে মৌসুমী। দলে মিডফিল্ডার হিসেবে তিনি তার কর্তৃত্ব দেখাবেন।পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের তিলখুলার বাসিন্দা মৌসুমী মুর্মু। প্রত্যন্ত গ্রামীন এলাকার কৃষক পরিবার।
advertisement
advertisement
বাবা সুজিত মূর্মূ একজন কৃষক, মা আর অতি সাধারণ গৃহবধূ। বাড়িতে মৌসুমীরা দুই বোন এবং এক ভাই। মৌসুমির দিদি মৌমিতা একসময় ফুটবল খেলেছে, দাদা সুব্রত বর্তমানে একাধিক দলে নিজের জায়গা করে নিয়েছে। ছোট থেকেই শখ ফুটবলের প্রতি। ফুটবল পায়ে শুরু তার লড়াই। বর্তমানে মৌসুমী শালবনি পুলিশ স্টেশনে সিভিক পদে কর্মরত। পাশাপাশি পড়াশোনা চলছে কলেজে।
advertisement
মৌসুমীর বাড়িতে শুধু নয়, গোটা জেলা জুড়ে খুশির হাওয়া। দুদিন বিদেশে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় গোটা মাঠ দাপিয়ে বেড়াবে অন্যান্য ১১ জন খেলোয়াড়ের মত জেলার মৌসুমী। অভাবের সংসারে বড় হয়ে ওঠা। বর্তমানে মৌসুমী ইস্টবেঙ্গল জার্সিতে কন্যাশ্রী কাপ খেলেছেন, শালবনীর এই মেয়ে এখন কলকাতার শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়ে খেলেন। বাড়িতে ছোট থেকে খেলার পরিবেশ।। বাবাও একসময় ফুটবল খেলতেন।
advertisement
মৌসুমী বলেন, ‘‘আমি আমার সবটুকু দিয়ে ভারতের হয়ে খেলব। এটা আমার এক স্বপ্ন সফল হতে চলেছে।’’ ছোট জীবনে নারায়ণ সিংহের হাত ধরে শালবনী জাগরণ ফুটবল অ্যাকাডেমি থেকে তার প্রস্তুতি শুরু। শালবনী জাগরণ ফুটবল একাডেমির সম্পাদক সন্দীপ সিংহ বলেন, জঙ্গলমহলে রয়েছে একাধিক প্রতিভা। প্রত্যেকের পায়ে পায়ে জড়িয়ে ফুটবলের নাম। তর্জুনা থেকে মৌসুমী একাধিক কৃতীরা জঙ্গলমহল থেকে গিয়ে দশের কাছে দেশের নাম উজ্জ্বল করছে। দুটি ম্যাচ খেলা হবে মায়ানমারে। সেখানে ভারতের জার্সিতে মাঠে নামবে সিভিক ভলেন্টিয়ার মৌসুমী। খুশির আবহাওয়া জেলা জুড়ে। বছর কুড়ির এই আদিবাসী কন্যার দিকে তাকিয়ে সকলে।
advertisement
Ranjan Chanda
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 4:44 PM IST