মেয়েদের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৬৫ রানে অলআউট করল ভারত, লজ্জার নতুন রেকর্ড
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Indian women cricket team brilliant bowling spell makes Sri Lanka all out for low total in Asia Cup Final. এশিয়া কাপ ফাইনালে ভারতীয় মেয়েদের দাপটে অল্প রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা
#সিলেট: দুই দলের শক্তির বিচারে ভারতের মেয়েরা এগিয়েছিল সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়ার দরকার পড়ে না। ভারত আজকের আগে পর্যন্ত মোট ছয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে লঙ্কা একবারও হতে পারেনি। অথচ এই লঙ্কা দলের কাছেই দুদিন আগে হেরে গিয়েছিল পাকিস্তানের মেয়েরা। তাই তারা হয়তো ফাইনালে ভারতকে চমকে দেবে এমনটা আশা ছিল।
সপ্তমবারের জন্য মহাদেশীয় খেতাব জিতে রেকর্ড গড়াই লক্ষ্য ভারতীয় মহিলা দলের। তাৎপর্যের হল, হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানার বিশেষ অবদান ছাড়াও ফাইনালে উঠেছে দল। দারুণ প্রশংসিত হচ্ছে ভারতের ব্যাটিং ইউনিট। সিলেট স্টেডিয়ামের মন্থর পিচে দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহ রানার স্পিন বোলিংও প্রতিপক্ষকে চাপে ফেলছে।
advertisement
advertisement
ক্যাপ্টেন হরমনপ্রীতের কথায়, ‘আমরা এখন আর কোনও এক-দু’জনের উপর নির্ভরশীল নই। দল হিসেবে খেলেই সাফল্য আসছে। আশা করি, ফাইনালেও সেই ধারা বজায় থাকবে।’ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলংকা। কিন্তু প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট হারাতে থাকল তারা।
স্কোরবোর্ড দেখলে ফোন নম্বর মনে হবে। অধিনায়ক চামারি আতাপত্তু (৬), সঞ্জীবনী (২), হর্ষিতা (১), নিলাক্ষী (৬), হাদিনি (০), কাবিশা (১) শুধু এলেন আর গেলেন। এর মধ্যে দুটো রান আউট। তিনটি উইকেট নিলেন রেনুকা ঠাকুর। রাজেশ্বরী গায়কোয়ার দুটি, স্নেহ রানা দুটি উইকেট নিলেন। একটি টুর্নামেন্টের ফাইনালে এরকম জঘন্য ব্যাটিং এর আগে কোনও দল করেছে কিনা সন্দেহ।
advertisement
আসলে ভারতের দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং এর কাছে প্রথম থেকেই চাপে পড়ে যায় লঙ্কা। ভারতের মেয়েরা ইঞ্চির জন্য নিঃশ্বাস নিতে দেয়নি প্রতিপক্ষকে। ফলে যা হওয়ার তাই হল। দেখে মনে হচ্ছিল শ্রীলংকার মহিলা দল এর আগে কোনদিনও ব্যাট ধরেনি। আসলে ফাইনালের চাপ তারা নিতে পারেনি।
মিডল অর্ডারে এমন কাউকে পাওয়া যায়নি যে খেলাটা ধরবে। একেবারে আত্মসমর্পণ করল দ্বীপ রাষ্ট্রের মেয়েরা। এটা শুধু ভারতের মেয়েদের কাছে ম্যাচ প্র্যাকটিসে পরিণত হয়েছে। দেখার ছিল অন্তত ৫০ রান তুলতে পারে কিনা লঙ্কা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 2:27 PM IST