Harmanpreet Kaur: হরমনপ্রীতের শাস্তি ঘোষণা করল আইসিসি! এশিয়ান গেমসে ক্ষতি ভারতের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
হিলা ক্রিকেটে এমন শাস্তি খুব বেশি দেখা যায় না। যাই হোক, এই ভুল থেকে শিক্ষা নেবেন হরমন এমনটা আশা করা যায়
দুবাই: যেমন কর্ম তেমন ফল। এমনটা যে হতে চলেছে আগে থেকেই জানা ছিল। এক মুহূর্তের রাগের প্রভাবে ক্ষতি হয়ে গেল ভারতীয় মহিলা দলের। এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন হরমনপ্রীত কউর। ভারতীয় ইনিংসের ৩৪ তম ওভারে তাঁকে আউট দেন অনফিল্ড আম্পায়ার তনভির আহমেদ। সেই সময় মেজাজ হারিয়ে ফেলেন হরমন। ব্যাট দিয়ে ভেঙে দেন স্টাম্প। আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন।
আইসিসির তরফে জানানো হয়েছে, স্টাম্প ভেঙে দেওয়ায় ‘লেভেল ২ অফেন্সে’ দোষী সাব্যস্ত হয়েছেন হরমন। তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। সঙ্গে ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেইসঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ‘আইসিসির কোড অফ কনডাক্ট’-র ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ভারতীয় অধিনায়ক।
Harmanpreet Kaur suspended for 2 matches for ICC Code of Conduct breach
Read @ANI Story | https://t.co/AVawajn4A4#HarmanpreetKaur #ICCCodeOfConduct #ICC #WomenCricket #Cricket pic.twitter.com/W2hFtzUSDv
— ANI Digital (@ani_digital) July 25, 2023
advertisement
advertisement
মঙ্গলবার আইসিসির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুটি ক্ষেত্রে আইসিসির ‘কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করেছেন হরমন। যিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। মেনে নিয়েছেন সাসপেনশনের শাস্তিও। তাই কোনওরকম শুনানির প্রয়োজন হয়নি বলে আইসিসির তরফে জানানো হয়েছে।
ভারতের মহিলা অধিনায়ক এমন কাজ করে দেশের নাম ডুবিয়েছেন একমত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। মহিলা ক্রিকেটে এমন শাস্তি খুব বেশি দেখা যায় না। যাই হোক, এই ভুল থেকে শিক্ষা নেবেন হরমন এমনটা আশা করা যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 8:41 PM IST