Team India trainer Nick Webb to quit: রবি শাস্ত্রী দায়িত্ব ছাড়ার আগেই সরে দাঁড়ালেন টিম ইন্ডিয়ায় তাঁর সহকারী, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা নিক ওয়েবের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Team India trainer Nick Webb to quit after T20 World Cup: ২০১৯ সালে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন নিক ওয়েব। শঙ্কর বসু দায়িত্ব ছাড়ার পর বিরাটদের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে কাজ শুরু করেন নিক।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) পর ভারতীয় দলের কোচিং পদ থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রবি শাস্ত্রীর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নবীকরণ চান না শাস্ত্রী। একথা ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন তিনি বলে সূত্রের খবর ৷ তবে সরকারিভাবে কোনও ঘোষণা করেননি রবি শাস্ত্রী। শুধু তিনিই নন, ভারতীয় দলের একাধিক সাপোর্ট স্টাফ বিশ্বকাপের পর সরে দাঁড়াতে পারেন বলে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে খবর হয়েছিল। এবার সেই খবরেই সীলমোহর দিলেন নিক ওয়েব (Nick Webb to quit after T20 World Cup)।
সরকারি ভাবে রবি শাস্ত্রী ঘোষণা না করলেও তাঁর সতীর্থ নিক ওয়েব টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েব। ইনস্টাগ্রামে ওয়েব লেখেন, ‘‘বিগত ২ বছর ধরে ভারতীয় দলের সঙ্গে কাজ করে চলেছি। এই ২ বছরে নতুন অনেক কিছু পেয়েছি। কিছু ম্যাচ জিতেছি, কিছু ম্যাচ হেরেছি। ইতিহাসও তৈরি করেছি। প্রত্যেকদিন সবার প্রত্যাশা পূরণ করার চেষ্টা চালিয়েছি। তবে এবার ভারতের দায়িত্ব ছাড়ছি।"
advertisement
advertisement
advertisement
নিক আরও লেখেন, ‘‘ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। তবে পরিবার আমার কাছে অনেক আগে। তাই পরিবারের জন্যই দায়িত্ব ছাড়ছি। কোভিড পরিস্থিতিতে নিউজিল্যান্ডের নিয়ম অনেক কঠিন হয়েছে। সমস্ত নাগরিকদের জরুরী ভিত্তিতে দেশে ফিরতে হচ্ছে। আমি জানি না, আমার জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে। তবে বাড়ি ফিরতে পারব ভেবে ভালো লাগছে। তবে দায়িত্ব ছাড়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দলের সঙ্গে সেলিব্রেট করতে চাই।’’
advertisement
ক্রিকেটের সঙ্গে যুক্ত হবার আগে রাগবি দলের সঙ্গে কাজ করতেন নিক। অকল্যান্ডের রাগবি দল ওয়ারিয়রের হয়ে কাজ করতেন নিক ওয়েব। রাগবি দলের দায়িত্ব ছেড়ে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের সঙ্গে কাজ শুরু করেন তিনি। তারপর ২০১৯ সালে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। শঙ্কর বসু দায়িত্ব ছাড়ার পর বিরাটদের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে কাজ শুরু করেন নিক। নিউজিল্যান্ডের কোচের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে বোর্ডের। তিনি আর চুক্তি নবীকরণ করতে চাননি। পরিবারের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন নিক ওয়েব।
advertisement
ঈরণ রায় বর্মন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2021 7:28 AM IST