অ্যান্টিগায় তিন স্পিনারই হাতিয়ার কোহলির

Last Updated:

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নয়, প্রথম একাদশ তৈরি করাই আসল চ্যালেঞ্জ ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে।

#অ্যান্টিগা:  অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নয়, প্রথম একাদশ তৈরি করাই আসল চ্যালেঞ্জ ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে। বৃহস্পতিবার থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে কম্বিনেশন নিয়ে খানিকটা চাপে অধিনায়ক কোহলি।
লক্ষ্মীবারের অ্যান্টিগা থেকে শুরু ভারতের ‘মিশন সেভেন্টিন’। কারণ এক বছরে ১৭টি  টেস্ট ম্যাচ শেষ কবে খেলেছেন ভারতীয়রা, তা এখন গবেষণার বিষয়। তবে যাই হোক, ক্যারিবিয়ান সফরে দুটি প্রস্তুতি ম্যাচের পর বেশ ভাল জায়গায় বিরাট কোহলি ও তাঁর কোম্পানি। প্রথম টেস্টের আগে বোলাররা ছন্দে ফেরায় খুশি কোচ অনিল কুম্বলেও।
২০০২-এর মে মাসের পর থেকে কোনও টেস্টেই ভারতকে আর হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাই আপাতদৃষ্টি এই সহজ সফরেও কোহলির চিন্তা দল গঠন। বিশেষ করে, ক্যারিবিয়ানদের পাটা পিচে তিন স্পিনার, দুই পেসার নাকি একজন অতিরিক্ত ব্যাটসম্যান। কম্বিনেশন কী হবে, তা নিয়ে খানিকটা অঙ্ক কষছেন বিরাট। তবে কুম্বলের আশ্বাস, পূর্ণ শক্তির একাদশ নিয়েই প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। ইঙ্গিত যা, তাতে হয়তো ফিরছেন মহম্মদ শামি।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
অ্যান্টিগায় তিন স্পিনারই হাতিয়ার কোহলির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement