ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যু 'ভারতীয়' ক্রিকেটারের, বিদেশ থেকে এল খারাপ খবর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Origin Cricketer Dies During Cricket Match:ফের খেলার মাঠে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ক্রিকেট ম্যাচ চলাকালীনই মৃত্যু হল আরও এক 'ভারতীয়' ক্রিকেটারের।
ফের খেলার মাঠে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ক্রিকেট ম্যাচ চলাকালীনই মৃত্যু হল আরও এক ‘ভারতীয়’ ক্রিকেটারের। ব্যাটিং করার সময় হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন ওই ক্রিকেটার। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তার মৃত বলে ঘোষণা বলে ঘোষণা করেন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওমানের এক স্থানীয় ক্রিকেটে। মাসকাটে টেনিস বলের একটি অ্যামেচার লিগের ১৬ ওভার করে প্রতিযোগিতা চলছিল। ম্যাচ চলকালীন ‘সাল ফাইটার্স মিসফা’ দলের হয়ে ব্যাট করছিলেন ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন। কিন্তু আচমকাই মাঠেই জ্ঞান হারিয়ে পরে যান তিনি।
প্রথমে তাঁকে মিসফার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই হাসপাতাল বন্ধ থাকায় পরে তাকে আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক ধনেশ ভাজাপ্পিলাথ মাধবনকে মৃত বলে ঘোষণা করেন। দলের অন্যতম ফিট অলরাউন্ডারের মৃত্যু মেনে নিতে পারছেন না তার সতীর্থরা।
advertisement
advertisement
এই খবর পৌছতেই শোকে ভেঙে পড়ে গোটা পরিবার। ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন রেখে গেলেন স্ত্রী ও ৩ বছরের ছেলেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই ত্য হয়েছে এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের। এই ঘটনায় শোকস্তব্ধ ক্রিকেট মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2023 5:53 PM IST