Indian hockey team : সামনেই এবার কমনওয়েলথ গেমস, সোনা জয়ের শপথ ভারতীয় হকি দলের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Indian hockey team looking for gold medal at commonwealth games. সামনেই কমনওয়েলথ গেমস, সোনা জয়ের শপথ ভারতীয় হকি দলের
#নয়াদিল্লি: এশিয়ান গেমস পিছিয়ে যাওয়ার কমনওয়েলথ গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে হকি ইন্ডিয়া। ১৮ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন মনপ্রীত সিং। তাঁর ডেপুটি নির্বাচিত হয়েছেন ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সিং। এর আগে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, এবছর এশিয়ান গেমসের সঙ্গে সময়সূচির খুব বেশি ব্যবধান না থাকায় কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সারির দল পাঠানো হবে।
২০২৪ প্যারিস ওলিম্পিকসের বাছাই টুর্নামেন্ট হিসেবে এশিয়ান গেমসকেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজক দেশ চীনে পুনরায় কোভিড মাথাচাড়া দেওয়ায় এশিয়াড এবছর স্থগিত হয়ে যায়। তাই বার্মিংহাম গেমসে সেরা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া, যা শুরু ২৮ জুলাই।
Manpreet Singh, who led the Indian team to a historic Bronze medal at the Olympic Games in Tokyo last year, captains the 18-member Indian Men's Hockey Team for the prestigious Commonwealth Games, which begin on July 29th in Birmingham. https://t.co/TZThrtDhq6
— Hockey India (@TheHockeyIndia) June 20, 2022
advertisement
advertisement
কমনওয়েলথ গেমসের পুল বি’তে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, কানাডা, ওয়েলস ও ঘানা। দু’বারের রুপো জয়ী ভারত প্রথম ম্যাচ খেলবে ঘানার বিরুদ্ধে ৩১ আগস্ট। ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসের অভাব হওয়ার কথা নয়। গত বছর মনপ্রীত সিংয়ের নেতৃত্বে টোকিও ওলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছে দল। বড় আসরে ফের তাঁর কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছেন হকি ইন্ডিয়ার কর্তারা।
advertisement
নেতৃত্ব পেয়ে ভারতীয় হকি দলকে সোনার স্বাদ এনে দিতে মরিয়া মনপ্রীত। তিনি বলেন, ‘কমনওয়েলথ গেমস হকিতে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে রেখেই নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনও দলকে খাটো করে দেখার প্রশ্ন নেই।
আমাদের দলে সোনা জয়ের যাবতীয় রসদ রয়েছে। টোকিও ওলিম্পিকসে সতীর্থরা নিজেদের উজাড় করে দিয়েছিল। বার্মিংহামেও তেমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে চাই। দেশের এক নম্বর ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সম্প্রতি হকি প্রো লিগে সর্বাধিক গোলদাতার সম্মান পেয়েছেন। তাঁর উপর বাড়তি প্রত্যাশা রয়েছে। চিফ কোচ গ্রাহাম রিড কমনওয়েলথে সোনা জয়ের স্বপ্ন দেখছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2022 3:47 PM IST