Indian hockey team : সামনেই এবার কমনওয়েলথ গেমস, সোনা জয়ের শপথ ভারতীয় হকি দলের

Last Updated:

Indian hockey team looking for gold medal at commonwealth games. সামনেই কমনওয়েলথ গেমস, সোনা জয়ের শপথ ভারতীয় হকি দলের

ফের ভারতের অধিনায়ক নির্বাচিত মনপ্রীত
ফের ভারতের অধিনায়ক নির্বাচিত মনপ্রীত
#নয়াদিল্লি: এশিয়ান গেমস পিছিয়ে যাওয়ার কমনওয়েলথ গেমসে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে হকি ইন্ডিয়া। ১৮ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন মনপ্রীত সিং। তাঁর ডেপুটি নির্বাচিত হয়েছেন ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সিং। এর আগে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, এবছর এশিয়ান গেমসের সঙ্গে সময়সূচির খুব বেশি ব্যবধান না থাকায় কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সারির দল পাঠানো হবে।
২০২৪ প্যারিস ওলিম্পিকসের বাছাই টুর্নামেন্ট হিসেবে এশিয়ান গেমসকেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজক দেশ চীনে পুনরায় কোভিড মাথাচাড়া দেওয়ায় এশিয়াড এবছর স্থগিত হয়ে যায়। তাই বার্মিংহাম গেমসে সেরা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া, যা শুরু ২৮ জুলাই।
advertisement
advertisement
কমনওয়েলথ গেমসের পুল বি’তে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, কানাডা, ওয়েলস ও ঘানা। দু’বারের রুপো জয়ী ভারত প্রথম ম্যাচ খেলবে ঘানার বিরুদ্ধে ৩১ আগস্ট। ভারতীয় শিবিরে আত্মবিশ্বাসের অভাব হওয়ার কথা নয়। গত বছর মনপ্রীত সিংয়ের নেতৃত্বে টোকিও ওলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছে দল। বড় আসরে ফের তাঁর কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছেন হকি ইন্ডিয়ার কর্তারা।
advertisement
নেতৃত্ব পেয়ে ভারতীয় হকি দলকে সোনার স্বাদ এনে দিতে মরিয়া মনপ্রীত। তিনি বলেন, ‘কমনওয়েলথ গেমস হকিতে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে রেখেই নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনও দলকে খাটো করে দেখার প্রশ্ন নেই।
আমাদের দলে সোনা জয়ের যাবতীয় রসদ রয়েছে। টোকিও ওলিম্পিকসে সতীর্থরা নিজেদের উজাড় করে দিয়েছিল। বার্মিংহামেও তেমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে চাই। দেশের এক নম্বর ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সম্প্রতি হকি প্রো লিগে সর্বাধিক গোলদাতার সম্মান পেয়েছেন। তাঁর উপর বাড়তি প্রত্যাশা রয়েছে। চিফ কোচ গ্রাহাম রিড কমনওয়েলথে সোনা জয়ের স্বপ্ন দেখছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indian hockey team : সামনেই এবার কমনওয়েলথ গেমস, সোনা জয়ের শপথ ভারতীয় হকি দলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement