Home /News /sports /
রিওতে এখন ফুরফুরে মেজাজে শ্রীজেশরা

রিওতে এখন ফুরফুরে মেজাজে শ্রীজেশরা

৩৬ বছর হয়ে গেল। অলিম্পিক থেকে আর কোনও সোনা নেই ভারতীয় হকির। প্রত্যাশা অনেক।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #রিও ডি জেনেইরো:  পদক জয়ের কোনও চাপ নেই। বরং ভারতীয় হকি দল মাঠে নামবে মন খুলে খেলার জন্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অলিম্পিক অভিযান শুরুর আগে এমনটাই দাবি ভারত অধিনায়ক পিআর শ্রীজেশের।

  দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে সোনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে রুপো। আর বিশ্ব হকি লিগে তৃতীয়। ব্রাজিলে অলিম্পিক অভিযানের আগে চুম্বকে ভারতীয় হকি। ডাচ কোচ ওল্টম্যানসের দাওয়াইয়ে ডিফেন্সিভ ছক ভেঙে এখন টোটাল হকিতে বিশ্বাসী সর্দার সিংরা। তাই রিও’তে অলিম্পিক অভিযানের আগে ভারত অধিনায়ক শ্রীজেশ জানিয়েছেন, পদক জয়ের কোনও চাপ তাঁদের উপরে নেই।

  প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও, স্পেনের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। প্রাক্তন অধিনায়ক সর্দার সিংয়ের দাবি, প্রথম ম্যাচের আগেই ব্রাজিলের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেবে দল। ৩৬ বছর হয়ে গেল। অলিম্পিক থেকে আর কোনও সোনা নেই ভারতীয় হকির। প্রত্যাশা অনেক। তবু পদক নয়, প্রাথমিক টার্গেট জয়। এই দর্শনেই অলিম্পিক শুরু করছে ভারতীয় হকি। ৬ অগাস্ট প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

  First published:

  Tags: Indian Hockey Team, Olympics 2016, Rio de Janeiro, Rio Olympics, Sreejesh

  পরবর্তী খবর