ভারতীয় হকির জোরদার ডিফেন্সে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোচ রিড

Last Updated:

Indian hockey team has best defensive display against Spain after Tokyo says coach Graham Reid. ভারতীয় হকির জোরদার ডিফেন্সে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোচ রিড

স্পেন অতীত, হকি বিশ্বকাপে ভারতের পরের চ্যালেঞ্জ ইংল্যান্ড
স্পেন অতীত, হকি বিশ্বকাপে ভারতের পরের চ্যালেঞ্জ ইংল্যান্ড
#ভুবনেশ্বর: ভারতীয় হকি দলের খেলায় গোল করার লোকের অভাব ছিল না আগেও। নেই এখনও। কিন্তু অভাব আছে ভাল ডিফেন্ডারের। ঘরের মাঠে বিশ্বকাপ। ওড়িশায় ভারতীয় হকি দলের সমর্থনের অভাব হবে না জানা ছিল। স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার আগে শেষ দশটা ম্যাচে ৪৪ গোল হজম করেছিল ভারতীয় দল। সেই দলের বেশ কিছু খেলোয়াড় রয়েছে এখনও।
অধিনায়ক হরমন, অমিত রহীদাস, বরুণ কুমার এবং সুরেন্দ্র ভারতীয় ডিফেন্সকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। ভারতের বিরাট চিন্তা ছিল গোলরক্ষক পজিশনে কিংবদন্তি শ্রীজেশের পর কে জায়গা নেবেন? তরুণ গোলরক্ষক পাঠক নিজেকে প্রমাণ করেছেন। স্পেনের বিরুদ্ধে ভারত যে গোল না খেয়ে ম্যাচ শেষ করতে পেরেছে, তার অনেকটা কৃতিত্ব কৃষাণ পাঠকের।
আরও পড়ুন - বিশ্বকাপে কিপারের ভূমিকাতেও নজর কাড়তে পারি ! চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কেএল রাহুল
দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়েছেন তিনি। কোচ গ্রাহাম রিড জানিয়েছেন টোকিও অলিম্পিকের পর স্পেনের বিরুদ্ধে শেষ দুটো কোয়ার্টারে ভারতীয় ডিফেন্স যে প্রদর্শন করেছে, সেটাই সেরা। এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যে খারাপ খেলেছে। প্রত্যেকের নিজের ক্ষমতার তুলনায় বেশি পরিশ্রম করেছে। তাই স্পেনকে গোল করা থেকে বিরত রাখা সম্ভব হয়েছে।
advertisement
advertisement
ভারতের অস্ট্রেলিয়ান কোচ মনে করেন ডিফেন্স শক্ত থাকলে টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা বেড়ে যায়। ভারতীয় হকি খেলোয়াড়দের রক্তে আক্রমণাত্মক ছন্দ রয়েছে। চিরকালের দুর্বল জায়গার ছিল ডিফেন্স। সেটাই উন্নতি করছে। আক্রমণে ললিত, আকাশ, মনদীপ, অভিষেক যথেষ্ট দক্ষ। খেলা তৈরি করার ক্ষেত্রে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন হার্দিক।
advertisement
আর মনপ্রীতের অভিজ্ঞতা নিয়ে কিছু বলার নেই। ভারতের ম্যাচ একদিন বাদে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড প্রথম ম্যাচে ওয়েলসকে ৫-০ হারিয়েছে। তাই ভারতকে ইংলিশদের মোকাবিলা করার আগে যথেষ্ট সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্পেনের বিরুদ্ধে যে পরিমাণ পেনাল্টি কর্নার আদায় করেছিল ভারত, সেই তুলনায় গোল করতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে একই ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য থাকবে রিদের ছেলেদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় হকির জোরদার ডিফেন্সে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোচ রিড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement