#লুধিয়ানা: নিজের বাগদত্তাই এবার যৌন হেনস্তার অভিযোগ আনল ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিং-এর বিরুদ্ধে ৷ ব্রিটিশ হকি দলের ভারতীয় বংশোদ্ভূত ওই খেলোয়াড়ের অভিযোগ, সর্দার তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন ৷ ২০১২ সালে লন্ডন অলিম্পিকের সময় সর্দারের সঙ্গে পরিচয় হয়েছিল ২১ বছরের ওই তরুণীর ৷ চার বছর আগে সর্দারের সঙ্গে তাঁর বাগদান পর্বও সারা হয়ে গিয়েছিল ৷ এরপর গতবছর মেয়েটির জোর করে গর্ভপাত করান বলেও অভিযোগ সর্দারের বিরুদ্ধে ৷
লুধিয়ানা পুলিশ কমিশনার পি এস উমরানানগাল জানান, ‘‘ লিখিত অভিযোগ মহিলার থেকে আমরা পেয়েছি ৷ তবে কোনও এফআইআর দায়ের করা হয়নি ৷ মহিলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷’’ তরুণীর আরও অভিযোগ, গর্ভপাতের পর সর্দার তাঁর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি ৷ বাগদান হয়ে যাওয়ার পরেও বিয়ে করতে চাইছেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ashpal Bhogal, Attempt to rape, Captain, Indian Hockey, Ludhiana, Sardar Singh