জ্যোতিষীর খপ্পরে ভারতীয় ফুটবল! সুনীল ছেত্রীদের কুষ্ঠি পাঠান কোচ! খবরে ধামাকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian football: জ্যোতিষী ঠিক করে দিচ্ছে ভারতীয় ফুটবল দলে কে খেলবে, কে বাদ যাবে!
কলকাতা: শেষমেশ জ্যোতিষীর খপ্পরে ভারতীয় ফুটবল! ধামাকা খবর প্রকাশ্যে।
ভারতীয় ফুটবল দল নাকি গড়ে দেন জ্যোতিষী! এমন ঘটনা কোনও দিন এর আগে ঘটেনি ভারতীয় ফুটবলে। ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ নাকি সুনীল ছেত্রীদের কুষ্ঠি পাঠিয়ে দেন এক জ্যোতিষীকে। সেই জ্যোতিষী কোচকে জানান, কোন ম্যাচে কাকে খেলালে দল জিতবে।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক দাবি করেছেন, দিল্লির জ্যোতিষী ভূপেশ শর্মা ভারতীয় ফুটবলের দল গড়ে দেন। তাঁর সঙ্গে স্টিমাচের আলাপ করিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবল সংস্থার কর্তারা।
advertisement
advertisement
আরও পড়ুন- ক্লান্তির কারণে বিশ্রামে একাধিক তারকা? কেমন হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ভারতীয় দলের কোচ সেই জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ভারতীয় দলের প্রথম একাদশ নাকি ঠিক করে দিয়েছিলেন সেই জ্যোতিষী।
২৮ মে জর্ডনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের আগেও স্টিমাচ যোগাযোগ করেছিলেন সেই জ্যোতিষীর সঙ্গে। তিনি জানিয়ে দেন, কোন ফুটবলার ওই ম্যাচে ভাল খেলতে পারেন। এমনকী তাঁর কথায় কথায় ভারতীয় দলের এক ফুটবলারকে বেঞ্চে বসতে হয়।
advertisement
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগেও নাকি কোচ ওই জ্যোতিষীর কাছ থেকে দলগঠনের পরামর্শ চান। এমন ঘটনা কিন্তু এর আগে কখনও ভারতীয় ফুটবলে ঘটেনি। ফলে এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 2:51 PM IST