Indian Football: সুনীলদের কোচ ছেড়ে দিতে পারেন ভারতীয় ফুটবলের দায়িত্ব! কেন রেগে লাল স্টিম্যাক?

Last Updated:

স্টিম্যাক এশিয়া কাপে ভারতের ভালো পারফরম্যান্সের জন্য এই চার সপ্তাহের শিবিরের দাবি জানিয়েছেন

সুনীলদের দায়িত্ব ছাড়তে পারেন ইগর
সুনীলদের দায়িত্ব ছাড়তে পারেন ইগর
দিল্লি: ভারতীয় ফুটবলকে সাফল্যে দিতে থাকলেও এআইএফএফের সঙ্গে ফের সংঘাত ঘটলো ভারতের কোচ ইগর স্টিম্যাকের। ক্রোয়েশিয়ান এই কোচ চেয়েছিলেন এশিয়া কাপের আগে চার সপ্তাহ ধরে একটি শিবির পরিচালনা করতে চাইছিলেন জাতীয় দলের প্লেয়ারদের নিয়ে। কিন্তু বেকে বসেছে ফুটবল ফেডারেশন এবং আইএসএল পরিচালক কমিটি এফএসডিএল, কারণ এই শিবিরের জন্য ব্যাহত হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ।
স্টিম্যাক এশিয়া কাপে ভারতের ভালো পারফরম্যান্সের জন্য এই চার সপ্তাহের শিবিরের দাবি জানিয়েছেন। এই বড় প্রতিযোগিতার জন্য দলকে সবথেকে ভালো ভাবে প্রস্তুত করতে চাইছেন তিনি। দলের অভিজ্ঞ প্লেয়াররা যেমন সন্দেশ ঝিঙ্গন, অনিরুধ থাপাও এই শিবিরের ওপর খুবই গুরুত্ব দিয়েছেন। সাফ কাপে বিজয়ের পর সংবাদমাধ্যমকে ইগর স্টিম্যাক বলেছেন, যখন আমাদের একসঙ্গে কাজ করার পরিবেশ তৈরি করার জন্য সময় দেওয়া হয়, তখন এটি ভারতীয় ফুটবলের জন্য ফলাফল আনতে পারে।
advertisement
সময়ের সাথে সাথে আমাদের দলগত সাফল্য বাড়তে থাকবে এবং আপনারাও আমাদের খেলাটা উপভোগ করতে পারবেন। সেই সময়টা না দেওয়া হল আমি বা আমার দলের কোনো ব্যক্তিত্ব আসন্ন ভবিষ্যতে দলের ফলাফলের জন্য দায়ী থাকবে না। জাতীয় দলের এই শিবিরের আয়োজন পুরোটাই দাড়িয়ে আছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিপণন অংশীদার এফএসডিএল কবে আইএসএলের সময়সীমা ঘোষণা করে।
advertisement
advertisement
বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে আইএসএলের আগামী সংস্করণ হয়তো সেপ্টেম্বরের শেষ থেকে শুরু হবে এবং শেষ হবে এপ্রিলে। কিন্তু সেটা হলে এই সময়সীমার মধ্যেই পরে যাবে প্লেয়ারদের এশিয়া কাপের জন্য প্রস্তুতি। এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মুখ্যসচিব শাজি প্রভাকরন বলেছেন, এশিয়া কাপ প্রস্তুতির পরিকল্পনা বানানোর জন্য আমরা আইএসএল থেকে তাদের সময়সূচি দেওয়া অবধি অপেক্ষা করছি।
advertisement
advertisement
আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এক মাস দেওয়া অসম্ভব কারণ এই সময়ে আইএসএল শুরু হবে। আমরা সমস্ত ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো ব্যবহার করছি এবং এশিয়া কাপ চলাকালীন আমাদের বিরতি দিতে হবে।
প্লেয়াররা খেলার মধ্যেই থাকবে তাই ফিটনেস নিয়ে কোনো সমস্যা হবে না। ভারত ইগর স্টিম্যাকের হাত ধরে শেষ ১১টি ম্যাচ অপরাজেয়। ভারত ২০২৩ এ তিনটি ট্রফি জিতেছে, ত্রিদেশীয় সিরিজ, ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ। সাফ কাপে সোনালী বুট ও বল দুইই পেয়েছেন সুনীল ছেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Football: সুনীলদের কোচ ছেড়ে দিতে পারেন ভারতীয় ফুটবলের দায়িত্ব! কেন রেগে লাল স্টিম্যাক?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement