Hardik Pandya Video: ফ্যানদের ভালো লাগে না Hardik Pandya- র, তা নহলে এমন কাজ, Viral Video

Last Updated:

হার্দিক পান্ডিয়ার ভিডিও (Hardik Pandya Video) ভাইরাল (Viral Video) হয়েছে৷

 Hardik Pandya trolled for rude behaviour with fans
Hardik Pandya trolled for rude behaviour with fans
#কলকাতা: ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) হার্দিক পান্ডিয়া (Hardik pandya) এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে দলের বাইরে৷ তিনি এখন নিজের ফিটনেস ফেরানোর জন্য লড়াইতে রয়েছেন৷ নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা সফরের জন্যেও তাঁকে দলে বাছা হয়নি৷ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে  (T20 World Cup 2021)  হার্দিক পান্ডিয়া (Hardik pandya) এবং  ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স ভালো নয়৷ তারওপর আইপিএল ২০২২ -র (IPL 2022)  জন্যেও মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে রিটেন  করেনি৷ ফলে নতুন আইপিএল মরশুমে হার্দিক পান্ডিয়াকে নতুন কোনও ফ্রাঞ্চাইজির জার্সিতে দেখা যেতে পারে৷ এই অবস্থায় হার্দিক পান্ডিয়ার ভিডিও  (Hardik Pandya Video) ভাইরাল (Viral Video) হয়েছে৷
হার্দিক পান্ডিয়ার  (Hardik pandya)  এই মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ হার্দিক পান্ডিয়া ভিডিওতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া হোটেল থেকে বাইরে যাচ্ছেন৷ সেখানে তাঁর ফ্যানরা তাঁর ফটো তোলার জন্য ব্যস্ত হচ্ছেন৷ কেউ কেউ হার্দিক পান্ডিয়ার সঙ্গে সেলফি তুলতে চাইছেন৷ তাঁরা হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রাখেন৷ হার্দিক পান্ডিয়ার তা মোটেই পছন্দ হয়নি৷ তাঁর কাঁধ থেকে সেই হাত হঠিয়ে দেন পান্ডিয়া৷ এই হার্দিক পান্ডিয়ার ভিডিও   (Hardik Pandya Video) এখন ভাইরাল (Viral Video)৷ ফ্যানরা সকলেই এখন তাঁকে পরামর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন কীভাবে ব্যবহার করা উচিত৷ এক ফ্যান লিখেছেন হার্দিক পান্ডিয়া অ্যাটিটিউড দেখাচ্ছেন৷ এক ফ্যান লিখেছেন মনে হয় নিজের খারাপ সময় ভুলে গেছেন তিনি৷ দেথে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
advertisement
ওয়ার্ল্ড কাপের পর খেলেননি তিনি
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আইপিএল ২০২১ - বোলিং করেননি৷ তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে নানা প্রশ্ন রয়েছে৷ তারপরেও তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তাঁকে বাছা হয়েছিল৷  টি টোয়েন্টি বিশ্বকাপের পর পান্ডিয়া এখনও ফিটনেসে ফিরছেন৷ তবে এখনও অবধি বিজয় হাজারে ট্রফির জন্যে এখনও তিনি একদিনের ম্যাচে খেলতে নামেননি৷ এদিকে তাঁর বড় ভাই ক্রুণাল পান্ডিয়া টুর্নামেন্ট খেলছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya Video: ফ্যানদের ভালো লাগে না Hardik Pandya- র, তা নহলে এমন কাজ, Viral Video
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement