Deepti Sharma : তিন কোটি ২০ লাখ টাকা! মেয়েদের আইপিএলে সব থেকে বেশি দাম পেলেন ভারতীয় তারকা, তিনিই আবার ডিএসপি

Last Updated:

WPL 2025 : উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর জন্য অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিলামে রাইট টু ম্যাচ (RTM) ব্যবহার করে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স ৩ কোটি ২০ লাখ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে।

News18
News18
নয়াদিল্লি : উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর জন্য অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিলামে রাইট টু ম্যাচ (RTM) ব্যবহার করে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স ৩ কোটি ২০ লাখ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে। ২০২৫ বিশ্বকাপ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ দীপ্তির জন্য নিলামে প্রথমে বিড করেছিল দিল্লি ক্যাপিটালস। তারা তাঁকে ৫০ লাখ টাকায় কিনেও নিয়েছিল, কিন্তু ঠিক তখনই ইউপি ওয়ারিয়র্স রাইট টু ম্যাচ ব্যবহার করে।
এর ফলে দীপ্তির জন্য RTM-এ ৩.২০ কোটি টাকার বিড নির্ধারিত হয়, যার পর দিল্লি দল পিছু হটে। এভাবে দীপ্তি শর্মা আবারও ইউপি দলে ফিরে এলেন। শুধু তা-ই নয়, এবারই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে RTM ব্যবহার করা হল। এর আগে এই নিয়ম শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইপিএল-এ সীমাবদ্ধ ছিল।
advertisement
WPL 2025-এ দীপ্তি শর্মার পারফরম্যান্স খুব একটা ভাল নয়। তিনি দলের হয়ে মোট ৮টি ম্যাচ খেলেছিলেন, মাত্র ১২২ রান করেছিলেন এবং বল হাতে নিয়েছিলেন ৮টি উইকেট। তবে WPL-এর পর দীপ্তি দুর্দান্ত কামব্যাক করেন এবং ভারতের হয়ে সদ্য অনুষ্ঠিত আইসিসি উইমেন্স ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন। বিশ্বকাপে দীপ্তি শর্মা বল হাতে ২২টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও ২১৫ রান করেছিলেন।
advertisement
advertisement
দীপ্তি শর্মার WPL কেরিয়ারের কথা বললে দেখা যায়, তিনি এখনও পর্যন্ত এই লিগে ২৫টি ম্যাচ খেলেছেন। এই ২৫টি ম্যাচে দীপ্তি ১১৭.৬৭ স্ট্রাইক রেটে মোট ৫০৭ রান করেছেন। একইসঙ্গে তিন মরসুমে বল হাতে তাঁর ঝুলিতে এসেছে ২৭টি উইকেট। দীপ্তির জন্য সেরা মরসুম ছিল ২০২৪। ওই মরসুমে তিনি ব্যাটিংয়ে ২৯৫ রান করার পাশাপাশি বল হাতে ১০টি উইকেটও নিয়েছিলেন।
advertisement
দীপ্তি শর্মা উত্তর প্রদেশের আগরার বাসিন্দা। তিনি ২০১৪ সালে ভারতীয় মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ভারতীয় মহিলা দলের জন্য দীপ্তি এখনও পর্যন্ত মোট ৫টি টেস্ট, ১২১টি ওয়ানডে এবং ১২৯টি টি-২০ ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন- একদিনের সিরিজের আগেই সুখবর পেলেন রোহিত শর্মা! হিটম্যানের ব্যাটিং তাণ্ডব দেখার অপেক্ষা
টেস্ট ক্রিকেটে দীপ্তি ৩২৯ রান করার পাশাপাশি ২০টি উইকেট নিয়েছেন। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে তিনি ২৭৩৯ রান করার পাশাপাশি বল হাতে ১৬২টি উইকেট নিয়েছেন। টি-২০ ফরম্যাটে দীপ্তির নামের পাশে রয়েছে ১১০০ রান এবং ১৪৭টি উইকেট রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Deepti Sharma : তিন কোটি ২০ লাখ টাকা! মেয়েদের আইপিএলে সব থেকে বেশি দাম পেলেন ভারতীয় তারকা, তিনিই আবার ডিএসপি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement