Ajit Agarkar: নির্বাচক প্রধান হলেন অজিত আগরকর, দ্রুত কাজ শুরু করবেন বিশ্বকাপের আগে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন দিয়ে যাত্রা শুরু করুন আগরকর। অজিত মানসিকভাবে প্রস্তুত এই দায়িত্ব সামলানোর জন্য
মুম্বই: যোগ্যতার বিচারে অজিত আগরকর ভারতের নির্বাচক হতে পারেন সেটা নিয়ে সন্দেহ ছিল না। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা এমন কাউকে চাইছিলেন যার প্রোফাইল যথেষ্ট ভাল এবং আধুনিক ক্রিকেট সম্পর্কে জ্ঞান আছে। নিজের ক্রিকেট জীবনে যেমন বল করতেন এবং উইকেট নিতেন তেমন ব্যাট হাতেও সেঞ্চুরি আছে। আগেই জানা গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে পারেন আগরকর।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর ছিল, প্রাক্তন অলরাউন্ডার সব থেকে এগিয়ে ছিলেন আবেদনকারী প্রার্থীদের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা থাকার জন্য বাকিদের থেকে এগিয়ে ছিলেন আগরকর। বেছে নিয়েছে ক্রিকেট উপদেষ্টা কমিটি। যে কমিটিতে আছেন সুলক্ষণা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পারাঞ্জাপে।
I will tell you one thing about Ajit Agarkar as selector. He will be diligent and honest. He might have strong opinions but they will come from a position of strength. I think it is a very good move.
— Harsha Bhogle (@bhogleharsha) July 4, 2023
advertisement
advertisement
প্রধান নির্বাচকের পদের জন্য একাধিক আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হয়েছিল। শেষে আগরকরের নাম সুপারিশ করেছে ক্রিকেট উপদেষ্টা কমিটি। যদিও ভারতীয় বোর্ডের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আগরকরই একমাত্র ইন্টারভিউ দিয়েছেন। ভার্চুয়ালি ইন্টারভিউ হয়েছে। কারণ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে উনি আপাতত বিদেশে আছেন।
দ্রুত আগরকরকে নিয়োগের প্রক্রিয়া সেরে ফেলতে চায় বিসিসিআই। যিনি সম্ভবত প্রধান নির্বাচকদের জন্য নির্ধারিত বেতনের বেশি টাকা পাবেন (সাধারণত এক কোটি টাকা পান প্রধান নির্বাচক)। বিসিসিআই চাইছে যে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন দিয়ে যাত্রা শুরু করুন আগরকর। অজিত মানসিকভাবে প্রস্তুত এই দায়িত্ব সামলানোর জন্য। ভারতীয় দল বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের সেরাটা দিতে চান মুম্বইকার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 11:22 PM IST