বিরাট ম্যাজিকে মোহালিতে ক্যাঙারু বধ ! সেমিফাইনালে ভারত
Last Updated:
অস্ট্রেলিয়া- ১৬০/৬ (২০ ওভার) ভারত- ১৬১/৪ (১৯.১ ওভার ) ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী ভারত
অস্ট্রেলিয়া- ১৬০/৬ (২০ ওভার)
ভারত- ১৬১/৪ (১৯.১ ওভার )
৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী ভারত
advertisement
#মোহালি: রবিবারের ম্যাচ দেখার পর এখন গোটা দেশে একটাই স্লোগান, ‘‘ প্লিজ তেন্ডুলকর মেনে নিন কোহলিই ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান ৷’’ সোশ্যাল মিডিয়া এখন ভারতের টেস্ট অধিনায়কের দখলেই ৷ এরকম সাংঘাতিক সব পোস্টে এখন ছয়লাপ ফেসবুক ও ট্যুইটার ৷ আর সেটা হবেই বা না কেন ৷ মোহালিতে ব্যাট হাতে যে ম্যাজিক দেখালেন দিল্লির ছেলে, তাতে কোনও প্রশংসাই তাঁর জন্য এখন যথেষ্ট নয় ৷ প্রায় হারা ম্যাচ দুর্দান্তভাবে দেশকে জিতিয়ে মাঠ ছাড়লেন কোহলি ৷ তাঁর ৫১ বলে ৮২ রানের ইনিংসে এখন মন্ত্রমুগ্ধ গোটা বিশ্ব ৷ ৬ উইকেটে ম্যাচ জিতে আগামী ৩১ মার্চ মুম্বইয়ের সেমিফাইনালের টিকিট এদিন জোগাড় করে নিলেন ধোনিরা ৷ সেখানে তাঁদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ৷ যারা এদিনই আফগানিস্তানের কাছে হেরে আবার চরম বেকায়দায় ৷
advertisement
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুর থেকেই দুরন্ত গতিতে রান তুলতে থাকেন স্মিথরা ৷ মাঝের ওভারগুলোতে ভারতীয় স্পিনাররা ক্যাঙারুদের রান কিছুটা আটকাতে না পারলে অনায়াসে ১৮০ রান অন্তত স্কোরবোর্ডে তুলেই নিত অজিরা ৷ কিন্তু এই ২০ রানের ঘাটতি যে তাঁদের শেষপর্যন্ত কাঁদিয়ে ছাড়বে তা হয়তো কল্পনাও করতে পারেননি ওয়াটসনরা ৷ অন্তত রোহিত, ধাওয়ান, রায়নারা দ্রুত প্যাভিলিয়ানে ফিরে যাওয়ার পর ভারতের হার অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল ৷ আস্কিং রেটও একসময় ১২-র উপরে উঠে গিয়েছিল ৷ মাঝের ওভারে যুবরাজ (২১) ভালো শুরু করেও বেশিদূর এগোতে পারেননি ৷ কিন্তু ক্রিজে যে তখনও ছিলেন ভারতের দুই ম্যাচ উইনার বিরাট এবং অধিনায়ক ধোনি ৷ সেকারণে তখনও জয়ের আশা ছাড়েননি ভারতীয় সমর্থকরা ৷ শেষপর্যন্ত তাঁদের হতাশ করেননি দু’জনেই ৷ প্রায় একার হাতেই ম্যাচ বের করে নেন কোহলি ৷ ফকনারের একটা ওভারেই বিপক্ষকে কুপোকাৎ করেন তিনি ৷ শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র চার রান ৷ মিড উইকেটের উপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের ফিনিশিং টাচটা দিতে সমস্যা হয়নি মাহির ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2016 11:23 PM IST