Ind W vs Pak W: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ তরুণ পূজা-স্নেহা জুটি, চমৎকার স্মৃতি,পাকিস্তানের টার্গেট ২৪৫
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রবিবার সাত সকালে ভারত বনাম পাকিস্তান ধুন্ধুমার৷ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's Cricket World Cup 2022) মুখোমুখি ভারতীয় মহিলা দল ও পাকিস্তান মহিলা দল (IND W vs PAK W)৷
#মাউন্ট মাউনগুনাই: রবিবার সাত সকালে ভারত বনাম পাকিস্তান ধুন্ধুমার৷ মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's Cricket World Cup 2022) মুখোমুখি ভারতীয় মহিলা দল ও পাকিস্তান মহিলা দল (IND W vs PAK W)৷ নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে শুরুটা মন্দ হয়নি ভারতীয় মহিলা দলের৷ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ৷
ওপেন করতে নেমে চাপের ম্যাচে শুরুটা ভালই করেন স্মৃতি মান্ধনা (Smriti Mandhana) ৷ কিন্তু মারকুটে শেফালি ভর্মা চাপের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে প্রথমেই ফ্লপ৷ তিনি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান৷ তারপর দীপ্তি শর্মার সঙ্গে জুটিতে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করেন স্মৃতি মন্ধানা৷ তাঁদের জুটিতে ওঠে ৯২ রান ৷ স্মৃতি ৫২ রান করেন ও দীপ্তি ৪০ রান করেন৷
advertisement
ODI fifty number 2⃣1⃣ for Smriti Mandhana!
She has steadied the Indian innings after losing her opening partner early on 👏#CWC22 pic.twitter.com/wadVxO3g24 — ICC Cricket World Cup (@cricketworldcup) March 6, 2022
advertisement
কিন্তু এরপর ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মিতালি রাজ ও হরমনপ্রীত কউর৷ দুজনেই ভারতীয় মহিলা দলের নির্ভরযোগ্য ব্যাট ৷ ভারতীয় মহিলা দল বনাম পাকিস্তান মহিলা দলের বিশ্বকাপের ম্যাচে মিতালি ৯ ও হরমনপ্রীত ৫ রান করেন৷ ফ্লপ বাংলার রিচা ঘোষও তিনি ১ রান করেন৷ এই সময় ম্যাচের ওপর চেপে বসেছিল পাকিস্তান মহিলা দল৷
advertisement
কিন্তু সপ্তম উইকেট জুটিতে স্নেহা রানা ও পূজা ভাৎসাকর জুটিতে ১০০ রান তুলে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতকে ম্যাচে ফেরান৷ স্নেহ ও পূজা দুজনেই অর্ধশতরান পূরণ করেন৷ স্নেহ ৪৮ বলে ৫৩ রান করেন৷ অন্যদিকে পূজা ৫৯ বলে ৬৭ রান করেন৷ স্নেহ-র এটা বিশ্বকাপে প্রথম ম্যাচ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই ধরণের পারফরম্যান্সে সকলেরনজর কাড়লেন তিনি৷
advertisement
.@Vastrakarp25 departs after a brilliant innings of 67 off 59 deliveries. Live - https://t.co/ilSub2ptIC #INDvPAK #CWC22 pic.twitter.com/QlEecBb9Mu
— BCCI Women (@BCCIWomen) March 6, 2022
Pooja Vastrakar brings up a brilliant 50 on her World Cup debut! 👏 Can she take India past 250?#CWC22 pic.twitter.com/1sHjZeaNgt
— ICC Cricket World Cup (@cricketworldcup) March 6, 2022
advertisement
সকলের সহযোগিতায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান করেন তাঁরা৷ এদিন ভারত বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের হয়ে নিদা দার, নাসরা সান্ধু ২ টি করে উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2022 10:16 AM IST