মেয়েদের বিশ্বকাপে আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, বড় ব্যবধানে জয় লক্ষ্য হরমনদের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
India Women cricket team ready for West Indies challenge tonight in T20 World Cup. মেয়েদের বিশ্বকাপে আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ, বড় ব্যবধানে জয় লক্ষ্য হরমনদের
কেপ টাউন: মেয়েদের বিশ্বকাপে ভারত এবার ট্রফি জয় ছাড়া কিছুই ভাবতে রাজি নয়। পুরো দল সেটা ভেবেই খেলছে টুর্নামেন্টে। টি-২০ বিশ্বকাপের শুরুটা দাপটে করেছে ভারত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বশ মানিয়েছেন হরমনপ্রীত কউররা। বুধবার কেপ টাউনে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য ভারতের প্রমীলা ব্রিগেডের।
চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি স্মৃতি মান্ধানা। তবে তারকা ব্যাটারের অভাব বুঝতে দেননি রিচা-শেফালিরা। টি-২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে বেশি রান (১৫০) তাড়া করে জেতার রেকর্ডও গড়েন তাঁরা। তিন নম্বরে নেমে ম্যাচ-জেতানো হাফ-সেঞ্চুরি করেন জেমাইমা রডরিগেজ। তবে চাপের মুখে ২০ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘোরান বাংলার রিচা ঘোষ।
advertisement
advertisement
বোর্ড সূত্রে খবর, চোট সারিয়ে পরের ম্যাচে খেলতে পারেন মান্ধানাও। তিনি ফিরলে নিশ্চিতভাবে ভারতের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাইরে বসবেন যস্তিকা ভাটিয়া। তবে টিম ইন্ডিয়ার বোলিংকে দিশাহীন দেখিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। রেনুকা সিং-রাজেশ্বরী গায়কোয়াড়দের বিরুদ্ধে শেষ দশ ওভারে ৯১ রান তুলেছিলেন পাক ব্যাটাররা।
advertisement
বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে সাফল্য পেতে ডেথ ওভার বোলিংয়ে উন্নতির প্রয়োজন। তবে নিজেদের মেলে ধরার জন্য বাড়তি অনুপ্রেরণা মহিলা আইপিএলের নিলাম থেকে এসেছে। শক্তির বিচারে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটাই এগিয়ে ভারতের মহিলা দল। ক’দিন আগে ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়ানদের দু’বার হারিয়েছিলেন হরমনপ্রীতরা।
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে বেশ চাপেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন ম্যাথিউজের উপর বাড়তি নির্ভরশীল তারা। সব মিলিয়ে তাই বুধবারের দ্বৈরথে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন রিচারা। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে হার্ড হিটার খেলা বদলে দিতে পারে। তাই হালকা করে নিতে নারাজ ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 1:37 PM IST