ব্যাটে বলে দাপট, মেলবোর্নেই সিরিজ পকেটে ধোনিদের

Last Updated:

ভারত: ১৮৪/৩ (২০ ওভার) অস্ট্রেলিয়া: ১৫৭/৭ (২০ ওভার) ভারত জয়ী ২৭ রানে

ভারত: ১৮৪/৩ (২০ ওভার)

অস্ট্রেলিয়া: ১৫৭/৭ (২০ ওভার)

ভারত জয়ী ২৭ রানে 

advertisement
#মেলবোর্ন:  অস্ট্রেলিয়া থেকে আর খালি হাতে ফিরতে হচ্ছে না ধোনিদের ৷ ওয়ান ডে সিরিজ ৪-১ ব্যবধানে হারার পর টি-২০ সিরিজেও ভারতের উপর বাজি ধরতে রাজী হচ্ছিলেন না প্রায় কেউই ৷ কিন্তু ২০-২০ ওভারের সিরিজ শুরু হতেই সম্পূর্ণ অন্য খেলা দেখালেন মেন ইন ব্লু’রা ৷ অ্যাডিলেডে প্রথম ম্যাচে স্কোরবোর্ডে উঠেছিল ১৮৮ রান ৷ এদিন উঠল তার থেকে চার রান কম ৷ কিন্তু ফলাফলে অবশ্য কোনও পরিবর্তন হয়নি ৷ এমসিজিতে ২৭ রানে জিতে শুক্রবারই সিরিজ পকেটে পুরল ভারত ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ অস্ট্রেলিয়া সফরে এমনিতেই দারুণ ফর্মে রয়েছেন ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি ৷ এদিনও ব্যাটে ফুলঝুড়ি ফোটালেন এই তিনজন ৷ শিখর-রোহিতের ওপেনিং জুটিতেই উঠল ৯৭ রান ৷ শিখর (৪২) আউট হওয়ার পর ভারতের ব্যাটিং-এর হাল ধরেন বিরাট কোহলি ৷ রোহিত (৬০)-এর সঙ্গে জুটি বেঁধে দলের রানকে এগিয়ে নিয়ে যান ভারতের টেস্ট অধিনায়ক ৷ শেষপর্যন্ত রোহিত রান আউট হয়ে গেলেও ৫৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান কোহলি ৷ ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়াও ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৭৪) রান আউট না হলে হয়তো ভারতের কপালে দুঃখ ছিল এদিন ৷  কিন্তু ফিঞ্চ ফিরতেই ধস নামে ক্যাঙারুদের ব্যাটিং-এ ৷  শেষপর্যন্ত সাত উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া ৷ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামী ৩১ জানুয়ারি সিডনিতে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাটে বলে দাপট, মেলবোর্নেই সিরিজ পকেটে ধোনিদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement